Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সন্তানের নামও ঠিক করে ফেলেছেন আলিয়া!

বলিউডে গুঞ্জন, খুব দ্রুতই আংটি বদল করতে যাচ্ছেন আলিয়া-রণবীর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৯ পিএম

সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের চুটিয়ে প্রেম করার খবর এখন সবারই জানা। ২০১২ সালে বলিউডে পা রাখার আগেই নাকি রণবীরের ওপর ‘ক্রাশ’ খেয়েছিলেন তিনি।

গত বছর একত্রে আরেক বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই মূলত বলিউডে আলিয়া-রণবীরের প্রেমের গুঞ্জন ছড়ায়। আর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটে তাদের রোমান্স কে না দেখেছেন? দুই পরিবারও তাদের প্রেমের কথা স্বীকার করে নিয়েছে ইতোমধ্যে।

বলিউডে গুঞ্জন, খুব দ্রুতই আংটি বদল করতে যাচ্ছেন আলিয়া-রণবীর।

যা-ই হোক, কিছুদিন আগে বিয়ের পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আলিয়া জানান, ঠিক সময়েই বিয়ে করবেন তিনি।

যদিও এখনই তার বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা কম। কিন্তু নতুন করে গুঞ্জন উঠেছে, এরই মধ্যে কন্যাসন্তানের নামও ঠিক করে রেখেছেন আলিয়া। অবাক হলেন?

সম্প্রতি একটি নাচের রিয়েলিটি শোতে এক প্রতিযোগী ভুল করে আলিয়ার নাম ‘আলমা’ বলে ফেলেন। সে সময় আলিয়া ভাট ও তার ‘গাল্লি বয়’ সহ-অভিনেতা রণবীর সিং তাদের নতুন ছবির প্রচারণার জন্য উপস্থিত হয়েছিলেন ওই শোতে।

২৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘‘আলমা খুবই সুন্দর নাম। আমার মেয়ের নাম রাখব আলমা।’’

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ‘গাল্লি বয়’ সিনেমাটি।

About

Popular Links