Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

হবু বরের সঙ্গে মৌসুমীর পরিচয়ের সূত্র

মৌসুমী ভাসছেন সহকর্মী, বন্ধু আর ভক্তদের শুভেচ্ছার বন্যায়

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১২:২০ পিএম

শেষ পর্যন্ত সাম্প্রতিক গুঞ্জনই সত্যি হলো। বিয়ে করছেন মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদ।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মৌসুমীর গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই অনুষ্ঠানের ছবি। মৌসুমী ভাসছেন সহকর্মী, বন্ধু আর ভক্তদের শুভেচ্ছার বন্যায়।

মৌসুমী বিয়ে করছেন বন্ধু আবু সাইয়িদ রানাকে।

এই অভিনেত্রী জানান, দুই বছর আগে পরিচালক গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় কাজ করতে গিয়ে আবু সাইয়িদ রানার সঙ্গে পরিচয় হয়। এরপর “গুটি” সিরিজে কাজ করতে গিয়ে সম্পর্ক গভীর হয়। লেখালেখির পাশাপাশি রানা নির্মাণের সঙ্গেও যুক্ত।

শুক্রবার তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বলে জানিয়েছেন মৌসুমী হামিদ।

মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স-আপ হয়েছিলেন। নাটক ও সিনেমায় তিনি নিয়মিত মুখ।

About

Popular Links