Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বক্স অফিস কাঁপাচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’

চলতি বছরের আরেক আলোচিত ছবি ‘ডেডপুল ২’-কেও এরই মধ্যে আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’

আপডেট : ৩০ জুন ২০১৮, ০৩:৫১ পিএম

জুরাসিক ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। ৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া এই ছবি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সারা বিশ্বের সিনেমা হলেই ঝড় তুলেছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিও জানিয়েছে, মুক্তির পর শুধু যুক্তরাষ্ট্রেই এ পর্যন্ত ১৫ কোটি ডলার আয় করেছে ছবিটি। এছাড়া বিশ্বব্যাপী আয় করেছে ৭০ কোটি ডলারের বেশি।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, জুরাসিক সিরিজের নতুন ছবির সঙ্গে পিক্সারের অ্যানিমেটেড ছবি ‘দ্য ইনক্রেডিবলস ২’-এর বেশ শক্ত লড়াই চলছে। তবে সারা বিশ্বেই জুরাসিক সিরিজের চলচ্চিত্রের আবেদন থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে ইউনিভার্সাল স্টুডিও।

চলতি বছরের আরেক আলোচিত ছবি ‘ডেডপুল ২’-কেও এরই মধ্যে আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’। ২০১৮ সালের বড় ছবির তালিকায় একে তৃতীয় অবস্থানে রাখছেন সমালোচকরা। সুপারহিরো ছবির যুগে জুরাসিক ওয়ার্ল্ডের সাফল্য ব্যতিক্রম বলেই মত দিচ্ছেন অনেকে।

ভ্যারাইটির খবরে বলা হয়েছে, হাতে গোনা কয়েকটি ছবিই জুরাসিক ওয়ার্ল্ডের সঙ্গে পাল্লা দিতে পারছে। অন্যগুলো ধারে কাছেও আসতে পারছে না।

জুরাসিক ওয়ার্ল্ডের এর সাথে পাল্লা দিতে আগামী ৬ জুলাই আসছে অ্যান্ট ম্যান সিরিজের নতুন সিক্যুয়াল ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’। অ্যান্ট ম্যানের কাছে জুরাসিকের ডাইনোসরেরা হোঁচট খায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

   

About

Popular Links

x