Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী আঁচলসহ ৯ জন

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাকচালক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৯ পিএম

ভারতের বিহারের কায়মুরে গাড়ি দুর্ঘটনায় ‘‘পঞ্চায়েত ২’’ খ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়েছে, রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে।

পুলিশ জানিয়েছে, বিহারের কায়মুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, সঙ্গীতশিল্পী ছোটু পান্ডেসহ ঘটনাস্থলেই আটজন প্রাণ হারান। সিমরান শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীও দুর্ঘটনায় আহত হয়ে পরবর্তীতে মারা যান। 

মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) মৃতদের শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ভোজপুরি শিল্পী বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডে, আঁচল তিওয়ারি, সিমরান শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র ও বাগিশ পান্ডে।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুই নারীসহ নয়জনকে বহনকারী একটি গাড়ি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিতেই এই দুর্ঘটনা ঘটে। এরপরে গাড়ি এবং বাইক উভয়ই অন্য লেনে চলে যায়, যেখানে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। 

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাকচালক। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

   

About

Popular Links

x