Thursday, June 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

তিশা-তৌসিফের ‘ফ্যামিলি’: পরিবার ও প্রেমের গল্প

গল্পে দু’জনই সংসার জীবনে ডিভোর্সি

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৬:১১ পিএম

আসছে ইমরোজ শাওন নির্মিত নাটক “ফ্যামিলি”। নাটকের মূল চরিত্রে দেখা যাবে তানজিন তিশা ও তৌসিফ মাহবুবকে। বিচ্ছেদের দুটি গল্প এক হওয়ার ঘটনাই দেখা যাবে নাটকটিতে। শিগগিরই সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক এসকে সাহেদ আলী।

যোবায়েদ আহসানের চিত্রনাট্যে দু’জনকে নিয়ে বিশেষ এই নাটকটি নির্মিত হয়েছে। নির্মাতা জানিয়েছেন, এতে তৌসিফ ও তিশার নাম থাকছে পার্থ ও তিশা। দু’জনই সংসার জীবনে ডিভোর্সি। পার্থ তার ছেলেকে নিয়ে এবং তিশা তার মেয়েকে নিয়ে একই বিল্ডিংয়ে আলাদা থাকেন। দু’জনের মধ্যে কোনো জানাশোনা নেই।

তবে জানাশুনাটা হয়ে ওঠে নানা ঘটনার মধ্য দিয়ে। যা গড়াতে থাকে অনেক গভীরে। এক পর্যায়ে তাদের দুজনের জীবনের গল্পই মিশে এক হয়ে যাবে।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, পারিবারিক ও প্রেমের অসাধারণ গল্পে সাজানো “ফ্যামিলি” নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

About

Popular Links