Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

মা হলেন মৌসুমী, সিনেমার চরিত্রের নামে রাখলেন মেয়ের নাম

প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবের সঙ্গে বিয়ে করেন মৌসুমী নাগ

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৩:২৮ পিএম

দ্বিতীয়বার মা হলেন ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ। গত ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান সুস্থ আছেন।

মঙ্গলবার (১২ মার্চ) মা হওয়ার তথ্য নিশ্চিত করেন অভিনেত্রী মৌসুমী নাগ নিজেই।

প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবের সঙ্গে বিয়ে করেন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়।

কন্যা সন্তানের মা হওয়া খবর জানিয়ে মৌসুমী নাগ বলেন, ‘‘শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন।’’

তিনি বলেন, ‘‘শোয়েবকে এত হ্যাপি দেখে আমারও অনেক ভালো লাগছে। মেয়ের বাবার খুশিতে আমিও খুব খুশি। তবে ছেলেও তার অনেক বেশি আদরের। কিন্তু মেয়ে বাচ্চারা তার অনেক পছন্দের। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।’’

কিন্তু মেয়ের কি নাম রাখলেন এই দম্পতি এমন প্রশ্নে মৌসুমী বলেন, ‘‘আমার ছেলে তার বাবাসহ সিনেমা হলে অ্যাভাটার মুভি দেখেছিল। এই ছবি এবং নীতিরি চরিত্রটা তার খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা তার ডাক নাম। তবে আমরা সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব।’’

ছোট পর্দা দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করা মৌসুমী নাগকে ‘‘রান আউট’’ সিনেমাতেও দেখা গেছে।

   

About

Popular Links

x