Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

৩৭ দিন ধরে ভেন্টিলেশনে বর্ষীয়ান অভিনেতা, অবস্থা সঙ্কটাপন্ন

বহু জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৭:৫৫ পিএম

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কলকাতার বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব। ৩৭ দিন ধরে তিনি দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন তিনি। ৬৮ বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলেও জানা গেছে।

অভিনেতা বাপি দাস এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থসারথি। তার ফুসফুসে সংক্রমণ রয়েছে।

বাপি বলেন, ‘‘দাদা সবাইকে চিনতে পারছেন। প্রাণপণ লড়াই করছেন।’’

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের যুগ্ম সচিব অভিনেতা দিগন্ত বাগচি বলেন, ‘‘শুরুতে দিন পাঁচেক ধরে পার্থদার কাশি হচ্ছিল। উনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। আমরা জোর করে ভর্তি করাই। তার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। ফোরামের তরফ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’’

এর আগে, ২০২১ সালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি।

‘‘কাকাবাবু হেরে গেলেন’’, ‘‘লাঠি’’, ‘‘প্রেম আমার’’–সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। ছোট পর্দার জন্য ‘‘সত্যজিতের গপ্পো’’ সিরিজেও অভিনয় করেছিলেন তিনি।

২০২৩ সালে ‘‘বগলা মামা যুগ যুগ জিও’’ ও ‘‘রক্তবীজ’’ ছবিতে দেখা গিয়েছে পার্থসারথিকে।

সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। তার পর থেকে একাই থাকেন। বিগত কয়েক বছর সিরিয়াল থেকে দূরত্ব বজায় রাখলেও তার বেশ কিছু ছবির ডাবিং এখনো বাকি রয়েছে।

About

Popular Links