Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

বলিউডের ছবিতে রুপন্তী আকিদ, শুটিং শেষ

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুপন্তীকে

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:০০ পিএম

সম্প্রতি আলোচিত “কাছের মানুষ দূর থুইয়া” ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী রুপন্তী আকিদ। এবার তাকে দেখা যাবে বলিউডের সিনেমায়। ‘‘হিন্দি বিন্দি’’ নামে সিনেমায় তার শুটিং এরইমধ্যে শেষ হয়েছে।

নির্মাতা আলী সায়েদ পরিচালিত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

রুপন্তী আকিদ বলেন, সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হয়েছে সিডনিতে। সপ্তাহ দুয়েক আগে শুটিং শেষ হয়েছে।

সিডনিতে জন্ম নেওয়া রুপন্তীর বেড়ে উঠা ও পড়াশোনা সেখানেই। প্রায় এক দশক আগে টিভি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

‘‘হিন্দি বিন্দি’’ সিনেমায় ‘‘রিহানা’’ নামে অস্ট্রেলীয় এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি।

অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রুপন্তী বলেন, তারা  ‘‘রিহানা’’ চরিত্রে এমন একজনকে খুঁজছিলেন, যিনি অস্ট্রেলিয়ার উচ্চারণে কথা বলতে পারেন। সঙ্গে ভাঙা ভাঙা হিন্দিও বলতে পারেন।

সামনাসামনি অডিশনে চূড়ান্ত হওয়ার আগে কয়েক দফায় অনলাইনে অডিশন দিয়েছেন। সিনেমার মূল তিনটি চরিত্রের একটি করছেন এই তরুণ শিল্পী। বাকি দুই চরিত্রে রয়েছেন নীনা গুপ্তা ও মিহির আহুজা। নীনা গুপ্তার মতো শিল্পীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত রুপন্তী।

রুপন্তী বলেন, ‘‘আমি নীনা গুপ্তার অনেক বড় ভক্ত, উনি ভীষণ পেশাদার একজন শিল্পী। ওনার কাছে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি।’’

সিনেমাটি এ বছরই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

About

Popular Links