বিয়ে সেরে নিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। এক দশকেরও বেশি সময়ের প্রেমিক ম্যাথিয়াস বোর সঙ্গে গত ২৩ মার্চ উদয়পুরে গাঁটছড়া বাঁধেন তিনি।
ভারতের বিনোদনমাধ্যমের বড় এক পোস্টার হলেও তার বিয়েতে দেখা মেলেনি কোনো চলচ্চিত্র তারকার। শুধু দোবারা’’ ও থাপ্পাড’’ এর সহ-অভিনেতা পাভেল গুলাটি আর অনুরাগ কাশ্যপের মতো তাপসীর ঘনিষ্ঠজনরাই এতে উপস্থিত ছিলেন।
ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বিয়েতে কেবল বর ও কনের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের কোনো ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়নি।
তাপসী পান্নু ও তার দীর্ঘদিনের সঙ্গী ম্যাথিয়াস বোয়ের বিয়ে ঘিরে দীর্ঘদিন ধরে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে, এই দম্পতি ২৩ মার্চ উদয়পুরে চিরদিন একসঙ্গে থাকার প্রতিজ্ঞার কাজটি, মানে বিয়ে সেরে ফেলেছেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, তাপসী ও ম্যাথিয়াস ঝামেলামুক্ত বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন। তাই তারা কেবল নিকট আত্মীয় ও কাছের বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন। তাদের বিয়েতে শিখ ও খ্রিস্টান ধর্মের নীতি মানা হয়েছে। পুরো বিয়ের অনুষ্ঠানে শিখ ও খ্রিস্টান ঐতিহ্যের মিশ্রণ ছিল।
যদিও তাপসী পান্নু কখনো ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে, তার এক সহঅভিনেতা একসঙ্গে একটি পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বো তার জন্মদিনে একটি আবেগী বার্তা লিখেছিলেন। সেই বার্তায় স্পষ্টভাবে তাপসী পান্নুকে ইঙ্গিত করা হয়েছিল। ম্যাথিয়াস বো সেখানে বার্ধক্য নিয়ে টিজ করেন এবং তাদের সম্পর্কের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয়। এরপর পরিচয় এবং পরে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়।
ম্যাথিয়াস বো একজন সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড়। ডেনমার্কে জন্ম নেওয়া ম্যাথিয়াস ২০১২ লন্ডন অলিম্পিক ও ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জিতেছেন। ক্যারিয়ারের দুই দশকে ম্যাথিয়াস মাইকেল জেনসেন, টমাস হভগার্ড ও মাইকেল ল্যাম্পের মতো খেলোয়াড়দের সঙ্গে জুটি বেঁধেছেন।
সামনে থ্রিলার ছবি ‘‘ফির আয়ি হাসিন দিলরুবা’’তে দেখা যাবে তাপসীকে, যেখানে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি এবং সানি কৌশল।