Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

পরীমণির ‘ফেলুবক্সী’র ফার্স্ট লুক প্রকাশ

গত ২৯ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পিএম

‘‘ফেলুবক্সী’’ সিনেমার মধ্য দিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির। সম্প্রতি এ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেন তিনি।

বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদার নামের সঙ্গে মিল থাকলেও দেবরাজ সিনহার পরিচালনায় সিনেমার গল্পটি আলাদা। 

এই সিনেমায় আগেই যুক্ত হন কলকাতার দুই জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী ও অভিনেত্রী মধুমিতা সরকার।

গত ২৯ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

বৃহস্পতিবার শিল্পীদের চূড়ান্ত ও তাদের নাম ভূমিকা প্রকাশ করা হয়। নির্মাতারা জানান, ‘‘ফেলুবক্সী’’  ছবিতে লাবণ্য চরিত্রে অভিনয় করবেন পরীমণি। 

প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, কালো টি-শার্ট ও জিন্সের সঙ্গে লাল সোয়েটার পরেছেন তিনি। স্পোর্টিং সানগ্লাস চোখে আর চুলগুলো বাধা। 

পশ্চিমবঙ্গের গণমাধ্যম ‘অন্যসময় প্রাইম’কে দেওয়া এক সাক্ষাৎকারে, কেন ‘‘ফেলুবক্সী’’-তে অভিনয় করছেন? এমন প্রশ্নের জবাবে পরী বলেন, ‘‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করছি। কতটা ভালো পারছি সেটা দর্শকেরাই বলতে পারবেন।’’

শনিবার রাতে নিজের ফেসবুক পেজে নতুন লুকের ছবি দিয়ে লিখেছেন, ‘‘ফেলুবক্সী’র লাবণ্য।’’

ছবির পরিচালক দেবরাজ সিনহাও বলেছেন, ‘‘ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার ছবি। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে। তবে নাম দেখে বিচার করতে বারণ করব দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে।’’

About

Popular Links