Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

দুই বছর আগেই বিয়ে সেরেছেন আনিয়া টেলর-ম্যালকম ম্যাকরেই

দুই বছর আগে এপ্রিল ফুল দিবসে একটি অনুষ্ঠানে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে বিয়ে করেন তিনি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১১:১৫ পিএম

দুই বছর আগে বন্ধু ম্যালকম ম্যাকরেইকে গোপনে বিয়ে করেছেন বলে জানিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনিয়া টেলর-জয়।

‘‘কুইন্স গ্যাম্বিট’’ তারকা জানান, দুই বছর আগে এপ্রিল ফুল দিবসে একটি অনুষ্ঠানে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে বিয়ে করেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘‘সেদিনের জাদু আমার অস্তিত্বের প্রতিটি কোষে চিরকালের জন্য গেঁথে আছে।’’

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘‘শুভ দ্বিতীয় (প্রথম) বার্ষিকী, আমার ভালোবাসা... তুমি সবচেয়ে ভালো।’’

অতিথিদের মধ্যে ছিলেন মডেল কারা ডেলেভিংনে ও ফটোগ্রাফার সেবাস্টিয়ান ফায়েনা। বিবাহের পোশাক ডিজাইন করেছিলেন ডিওর।

এদিন একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেতা ও সঙ্গীতশিল্পী ম্যাকরেইকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘‘আমি তোমাকে ভালোবাসি। আমি সবসময়ই আছি। এটি কখনই শেষ হবে না। শুভ দুই বছরের বার্ষিকী (গতকাল), সুন্দর।’’

এই দম্পতি গত অক্টোবরে ভেনিসে তাদের বন্ধুদের জন্য একটি বৃহত্তর বিবাহের উদযাপনের আয়োজন করেছিলেন। ধারণা করা হয়েছিল, সেখানেই তারা বিয়ে করেন। তবে এই প্রথম দম্পতি প্রকাশ করলেন, তারা আসলে ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেছিলেন।

২০২০ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘‘দ্য কুইন্স গ্যাম্বিট’’ এ যুগান্তকারী ভূমিকার পর থেকে, টেলর-জয় ‘‘লাস্ট নাইট ইন সোহো’’, ‘‘দ্য সুপার মারিও ব্রস মুভি’’ এবং ‘‘ডুন: পার্ট টু’’ এ অভিনয় করেছেন। মে মাসে তাকে দেখা যাবে ‘‘ফুরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’’-এ।

About

Popular Links