Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

অভিনয় দক্ষতায় বোনকেই এগিয়ে রাখলেন আমির খান

নেটফ্লিক্সের অনুষ্ঠানে নিজের বোন নিখাতকে নিয়ে একটি চমকপ্রদ তথ্যও দেন আমির

আপডেট : ০১ মে ২০২৪, ১২:৪৬ পিএম

অভিনয়ের দিক থেকে নিজের চেয়ে বোনকেই এগিয়ে রাখলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার কথায়, ‘‘আমি ৩০ বছর ধরে কাজ করছি, সে আমার চাইতেও বেশি ভালো অভিনেত্রী।’’

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কমেডিয়ান কপিল শর্মার উপস্থাপনায় ‘‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’’-তে উপস্থিত হয়ে এমন কথা বলেন তিনি।

কপিল শর্মার এক দশকের বেশি ক্যারিয়ারে এবারই প্রথম শোতে আমির উপস্থিত হন। যেখানে আমিরের সঙ্গে ছিলেন তার দুই বোন নিখাত ও ফারহাত এবং ভগ্নিপতি সন্তোষ।

অনুষ্ঠানে নিজের বোন নিখাতকে নিয়ে একটি চমকপ্রদ তথ্যও দেন আমির। বলেন, শাহরুখের সঙ্গে ‘‘পাঠান’’ ছবিতে অভিনয় করেছেন বোন নিখাত। ছবিতে শাহরুখের ‘‘পাঠান মা’’ হিসেবে পর্দায় যাকে দেখা গিয়েছিল, তিনিই হলেন আমিরের বোন। নিখাতই বড় পর্দায় অভিনয় করেছেন আফগান নারীর চরিত্রে।

আমির বলেন, ‘‘ওটা নিখাত, আমার বড় বোন, গোলাপি রঙের পোশাক পরেছিল। তুমি কি পাঠান দেখেছো? সিনেমায় একজন মহিলা ছিলেন, যিনি শাহরুখের বাহুতে একটা তাবিজ বেঁধে দেন, ওটাই আমার বোন।’’

অবশ্য এই ব্যাপারটি আগে থেকেই জানতেন অনেকে। ‘‘পাঠান’’-এ শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছেন নিখাত খান হেগড়ে। সিনেমার কিছু ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামেও শেয়ার করেন নিখাত। যদিও তিনিই যে আমির খানের বোন, সে কথা অনেকেই জানতেন না। কাপিলের শোতে আমির এই তথ্য প্রকাশের পর সবাই অবাক বনে যান।

অনুষ্ঠানে ছোট বোন ফারহাতের প্রশংসা করতে গিয়ে আমির বলেন, ‘‘আমি ৩০ বছর ধরে কাজ করছি, সে আমার চাইতেও বেশি ভালো অভিনেত্রী। শেখার জন্যে একটি শর্টফিল্ম বানিয়েছিলাম। সেখানে দুর্দান্ত অভিনয় করেছিল ছোট বোন।’’

অনুষ্ঠানে বোনেদের নিয়ে আলোচনায় জমে উঠে কপিল শর্মার বিশেষ এই অনুষ্ঠান।

About

Popular Links