Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

মগবাজারে দরজা ভেঙে চলচ্চিত্র পরিচালকের মরদেহ উদ্ধার

ব্যক্তিগত জীবনে অবিবাহিত আওলাদ কয়েকজনের সঙ্গে মেসে থাকতেন

আপডেট : ০৮ মে ২০২৪, ০৩:৫২ পিএম

ঢাকার মগবাজার দিলু রোডের একটি মেস থেকে এমএ আউয়াল (৫৫) নামে এক চলচ্চিত্র পরিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার (৮ মে) রাতে তার মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, “মঙ্গলবার  রাতে কয়েকজন সহকর্মী তার বাসায় (মেস) যান। অনেকক্ষণ ডেকেও সাড়া না পেয়ে, আমাদের খবর দেন। দরজা ভেঙে দেখা যায়,  তিনি মৃত অবস্থায়  বিছানায় উপুড় হয়ে পড়ে আছেন।”

রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। 

পরিচিতজনদের বরাতে পুলিশ জানায়,আউয়াল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত আওলাদ কয়েকজনের সঙ্গে মেসে থাকতেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শারীরিক অসুস্থতার কারণেই তিনি মারা গেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। 

এমএ আউয়ালের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।

তিনি সহযোগী পরিচালক হিসেবে “সিটি রংবাজ” ছবিতে কাজ করেন। তার পরিচালিত দুটি ছবি “রাজপথের বাদশা” ও “কাছের শত্রু”।

   

About

Popular Links

x