Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘সিকান্দারে’ সালমানের নায়িকা রাশমিকা

২০২৫ সালের ঈদে রাশমিকাকে নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান

আপডেট : ০৯ মে ২০২৪, ০৫:৩৬ পিএম

২০২৫ সালের ঈদে রাশমিকাকে নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। ‘‘সিকান্দার’’ নামের ওই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র‍্যান্ডসন বৃহস্পতিবার (৯ মে) সকালে ‘‘সিকান্দার’’ সিনেমার নায়িকা হিসেবে রাশমিকার নাম ঘোষণা দিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তারা। 

পোস্টটি শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘‘অনেক দিন ধরেই পরবর্তী কাজের কথা অনেকই জানতে চেয়েছেন এবং এখানেই চমক! সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি।’’

প্রযোজক সাজিদ, সালমানের দীর্ঘদিনের বন্ধু। এ প্রযোজকের ‘‘জুড়ওয়া’’, ‘‘হার দিল জো পেয়ার করেগা’’, ‘‘মুঝসে শাদি করোগি’’, ‘‘জানেমান’’ ও ‘‘কিক’’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সালমান। কিক- মুক্তির প্রায় এক দশক পর আবার এক হলেন এ অভিনেতা-প্রযোজক জুটি।

অন্যদিকে ‘‘গুডবাই’’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাশমিকা। এরপর তাকে দেখা গেছে ‘‘মিশন মজনু’’-তে। তবে সবশেষ ‘‘অ্যানিমেল’’ সিনেমা সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। বলিউডেও তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। 

২০২৫ সালের ঈদে মুক্তি পাবে ‘‘সিকান্দার’’। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি।

   

About

Popular Links

x