Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিয়ে করলেন ‘প্রথম পাপমুক্ত’ সিনেমার নায়ক

‘প্রথম পাপমুক্ত সিনেমা’, ‘অজু নিয়ে দেখা যাবে’ এমন মন্তব্য করে ভাইরাল হন রাসেল মিয়া 

আপডেট : ১৮ মে ২০২৪, ০৩:০৩ পিএম

২০২২ সালের মাঝামাঝি মুক্তি পায় ‘‘ভাইয়ারে’’ সিনেমাটি। এর নির্মাতা এবং প্রধান অভিনেতা রাসেল মিয়া কখনো রিকশা চালিয়ে, আবার কখনো ঠেলাগাড়ি ঠেলে সিনেমাটির প্রচার করে আলোচনায় আসার চেষ্টা করেন। কিন্তু সেসব ছাপিয়ে আলোচনায় আসে সিনেমাটিকে নিয়ে তার বেশ কিছু মন্তব্য।

‘‘প্রথম পাপমুক্ত সিনেমা’’, ‘‘অজু নিয়ে দেখা যাবে’’ এমন ধরনের মন্তব্য করে ভাইরাল হন তিনি। এমনকি সিনেমার প্রচারণার একটি ভিডিওতে তাকে হাউমাউ করে কান্না করতেও দেখা গেছে।

এবার সেই রাসেল মিয়া বিয়ে করলেন। কনের নাম বর্ষা। রাসেলের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী রত্না কবির, অভিনেতা ডিএ তায়েব ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী রত্না ও হেলেনা জাহাঙ্গীর।

শুক্রবার (১৭ মে) হেলেনা জাহাঙ্গীর খবরটি জানিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ছোট ভাই রাসেল মিয়াকে বিয়ে করালাম। সকলে দোয়া করবেন। বউ আমার ছোট বোন বর্ষা চৌধুরী। দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পরিচিত মুখ। সবাই তাদের সুখী জীবনের জন্য দোয়া করবেন।”

‘‘ভাইয়ারে’’ সিনেমায় রাসেল মিয়া ছাড়াও অন্যান্যদের সঙ্গে হেলেনা জাহাঙ্গীর অভিনয় করেন।

About

Popular Links