Tuesday, June 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

আসছে ‘নায়ক ২’ সিক্যুয়েল, ফের জুটিতে অনিল ও রানি

আগের গল্প যেখানে শেষ হয়েছিল সিক্যুয়েলে সেখান থেকেই শুরু হবে

আপডেট : ১৯ মে ২০২৪, ১১:৩৮ পিএম

বলিউডের আলোচিত রাজনৈতিক অ্যাকশন থ্রিলার সিনেমা ‘‘নায়ক: দ্য রিয়েল হিরো’’ এর সিক্যুয়েল চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে। আর এ সিনেমায় জুটি বাধতে যাচ্ছেন অনিল কাপুর ও রানী মুখার্জি।

এ সিনেমার সিক্যুয়েলের এসব তথ্য জানিয়েছেন প্রযোজক দীপক মুকুট। তার ভাষ্য চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। আনুষ্ঠানিক ঘোষণা হবে শিগগিরই। আর এতে আবারও ফিরছেন আগের সিনেমার শিল্পীরাই।

সম্প্রতি তিনি ভারতের সংবাদমাধ্যম মিড-ডে-কে বলেন, ‘‘আমরা সিক্যুয়েলের পরিকল্পনা করছি। এবং (বিদ্যমান) চরিত্রগুলো নিয়েই গল্পটি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি প্রযোজক এএম রথনামের কাছ থেকে অনেক আগেই স্বত্ব কিনেছি। আমরা এখনই লিড নিয়ে স্ক্রিপ্ট লিখছি। লেখা শেষ হলে সিনেমার আগের শিল্পীদের নিয়েই বাকি কাজ এগিয়ে নেওয়া হবে।’’

তিনি আরও বলেন, ‘‘অনিল কাপুর ও রানী মুখার্জির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়া প্রয়োজন মতো নতুন অভিনেতারাও সিনেমায় জায়গা পাবেন।’’

প্রযোজক বলেন, ‘‘চিত্রনাট্যের কাজ শেষ হলে পরবর্তী কাজ শুরু করব। এটি পরিচালনার বিষয়ে একাধিক পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করিনি।’’

নাম ঠিক না হওয়া নতুন সিক্যুয়েলে কে কে অভিনয় করবেন, সে বিষয়ে দীপক মুকুট বলেন, ‘‘আমরা কয়েকজন অভিনেতার সঙ্গে কথা বলেছি। সিনেমাটির বিষয় বস্তুও জানিয়েছি। কোন চরিত্রের জন্য কোন অভিনেতা উপযুক্ত, তা চূড়ান্ত হওয়ার পর তাদের পরিচয় করিয়ে দেব।’’

সূত্র বলছে, আগের গল্প যেখানে শেষ হয়েছিল সিক্যুয়েলে সেখান থেকেই শুরু হবে। এছাড়া দুর্নীতি, আমলাতন্ত্র এবং জনগণের ওপর প্রভাবসহ নানা বিষয় উঠে আসবে।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া রাজনৈতিক, অ্যাকশন-থ্রিলার ঘরানার তামিল সিনেমা ‘‘মুধলভান’’ এর রিমেক ‘‘নায়ক: দ্য রিয়েল হিরো’’ সিনেমা মুক্তি পায় ২০০১ সালে। বলিউডের এ সিনেমায় অভিনয় করেছিলেন, অনিল কাপুর, রানী মুখার্জি, অমরেশ পুরি, পরেশ রাওয়াল, জনি লিভার, পূজা বাত্রা প্রমুখ। সিনেমাটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন।

সিনেমাটি সমালোচকদের প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য লাভ করে, যা বছরের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে একটি হয়ে ওঠে।

About

Popular Links