Monday, June 17, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘মুজিব’ সিনেমায় শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের এ সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি

আপডেট : ২০ মে ২০২৪, ০৯:৩২ পিএম

কান চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে শ্যাম বেনেগাল পরিচালিত নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘‘মন্থন’’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের মাধ্যমে সম্প্রতি ফিরিয়ে আনা এই সিনেমা ‘‘ক্লাসিক’’ হিসেবে দেখানো হয়েছে।

২৯৭৬ সালে মুক্তি পাওয়া ভারতের শ্বেত বিপ্লবের স্থপতি ড. ভার্গিস কুরিয়েনের নেতৃত্বে যুগান্তকারী দুধ সমবায় আন্দোলনকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছিল এ সিনেমা। এটির নির্মাণ ও বাজারজাত করেছিলেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) এর পাঁচ লাখ দুগ্ধ খামারি।

ওই সিনেমা প্রদর্শনের ফাঁকে এক বাংলাদেশি সংবাদকর্মীর সঙ্গে আলাপকালে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক আমি দেখেছি। খুবই ভালো ছবি। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের এ সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি (আরিফিন শুভ) অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। আমি ছবিটি উপভোগ করেছি। সিনেমাটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।’’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘‘মুজিব : একটি জাতির রূপকার’’ সিনেমা ২০২৩ সালের ১৩ অক্টোবর দেশেজুড়ে মুক্তি পায়।

মুক্তির পর সিনেমাটি সর্বমহলের দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়, প্রদর্শিত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে।

About

Popular Links