হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। বুধবার (২২ মে) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তীব্র গরমে হিটস্ট্রোক হয়েছে শাহরুখের। বর্তমানে তিনি আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। আহমেদাবাদের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। এই গরমে সারাদিন মাঠে থেকেই শাহরুখের শরীর খারাপ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।