Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বনি-কৌশানির বিয়ে হচ্ছে না এ বছরেও

অভিনেতা বলেন, আমরা আগামী বছর বিয়েটা করে নেবো আশা করছি

আপডেট : ২৫ মে ২০২৪, ০৬:৪০ পিএম

দীর্ঘ দিন ধরে প্রেম করছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। একাধিকবার এসেছে তাদের বিয়ের খবর। কিন্তু হয়নি। সম্প্রতি আবারও একবার খবর এসেছিল, ভারতের চলমান লোকসভা নির্বাচনের পরই বিয়েটা সেরে নেবেন তারা। এমনকি দুই পরিবারের মধ্যে নাকি প্রস্তুতিও শুরু হয়েছে। তবে অভিনেতা জানালেন, এই খবর একেবারে ভিত্তিহীন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বনি বলেন, ‘‘খবরটা মিথ্যা। আমি জানি না ওই সংবাদমাধ্যমকে কে বলেছে লোকসভা ভোট শেষ হলেই আমরা বিয়ে করছি। আমার কোনও ধারণা নেই। আমাদের দুজনের কেউ কিন্তু বলিনি।’’

অভিনেতা বলেন, ‘‘২০২৪- এ বিয়ের কোনো প্ল্যানই নেই। তবে আমরা আগামী বছর বিয়েটা করে নেবো আশা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দিয়েছে।’’

বিয়ের ক্ষেত্রে বনি-কৌশানি দুজনেরই ডেস্টিনেশন ওয়েডিং পছন্দ বলে জানিয়ে এ অভিনেতা বলেন, ‘‘ইচ্ছে তো রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। কোডিভের আগে আমরা একবার বিয়ের প্ল্যান করেছিলাম। তখনই ভাবনা-চিন্তা ছিল দুই পরিবার কোথাও বাইরে গিয়ে যদি বিয়েটা সারতে পারি তাহলে মজা হয়। তারপর এসে কলকাতায় সবাইকে নিয়ে রিসেপশন। সেই ইচ্ছেটা এখনও রয়েছে। আমাদের দুজনের খুব পছন্দের জায়গা হলো বালি (ইন্দোনেশিয়া) অথবা থাইল্যান্ডের কো সামুই। দেখা যাক কী হয়!’’

২০১৫ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ‘‘পারব না আমি ছাড়তে তোকে’’। সিনেমাটিতে জুটি বাঁধেন বনি ও কৌশানি। রুপালি পর্দার প্রেম অবশেষে বাস্তবেও পরিণত হয়। এই প্রেমের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি এই তারকা যুগল।

   

About

Popular Links

x