Saturday, June 15, 2024

সেকশন

English
Dhaka Tribune

আইনজীবী হয়ে পর্দায় আসছেন শিবলু

এ ধরনের চরিত্রে এটি প্রথম কাজ তার

আপডেট : ২৬ মে ২০২৪, ০৭:২৯ পিএম

গেল ঈদে তিন সিনেমা মুক্তি পেয়েছিল এরফান মৃধা শিবলুর। সবগুলোতেই বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি ‘‘জংলি’’ নামে আরেক সিনেমায় কাজ শেষ করেছেন তিনি।

শুক্রবার মানিকগঞ্জের লোকেশনে ছবির শুটিং শেষ হয়।

সিনেমা সংশ্লিষ্টরা জানান, ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন শিবলু। এ ধরনের চরিত্রে এটি প্রথম কাজ তার। অনুমতি নিয়ে মানিকগঞ্জে এ অংশের শুটিং হয়েছে।

নতুন এই সিনেমার বিষয়ে শিবলু বলেন, ‘‘এ ধরনের চরিত্রে প্রথম কাজ হলেও সহশিল্পী, পরিচালক-সবাই দারুণভাবে আমাকে সহযোগিতা করেছেন। তা ছাড়া আদালত প্রাঙ্গণে পরিচালকের বেশ কয়েকজন সত্যিকারের উকিল পরিচিত ছিল, তারাও আমাকে চরিত্রটি তুলে আনতে সহযোগিতা করেছেন। কাজটি করে বেশ আরাম পেয়েছি আমি।’’

এর আগে বিভিন্ন সিনেমায় তাকে নানা ধরনের চরিত্রে দেখা গেছে। নিজেকে কীভাবে বদলে নেন তিনি? এমন প্রশ্নে শিবলু বলেন, ‘‘নানা ধরনের চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে। কারণ, এভাবে কাজ করলে অভিনয়টা শেখারও সুযোগ হয়, অভিজ্ঞতা হয়। আর আমি যখন যে চরিত্রে কাজ করি, বিশ্বাস থেকে করি। এর ফলে নানা ধরনের চরিত্র সহজে তুলে আনতে পারি।’’

‘‘জংলি’’ সিনেমার বিষয়ে তিনি বলেন, ‘‘ছবির গল্প সুন্দর। শুটিং করতে গিয়ে দেখেছি, ছবির প্রতিটি সদস্যই ডেডিকেশন নিয়ে কাজ করেছেন। ভালো কাজের স্বার্থে কোনো আপস করেননি ছবিসংশ্লিষ্টরা। চরিত্রের প্রয়োজনে পুরো ছবিতে প্রধান চরিত্রের সিয়াম আহমেদ কোনো মেকআপই নেননি। ছবির পুরো শুটিংই দারুণভাবে শেষ হলো। এখন পোস্ট প্রোডাকশনের কাজ ঠিকঠাকমতো করতে পারলে এই ঈদে অন্যতম সেরা ছবি হতে পারে এটি।’’

আগামী ঈদ-উল-আজহায় প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার জন্য বর্তমানে চলছে এটির পোস্ট প্রোডাকশনের কাজ।

এম রাহিম পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সিয়াম আহমেদ, বুবলী, রাশেদ মামুন অপু প্রমুখ।

About

Popular Links