ঢালিউডে এই সময়ের আলোচিত মুখ নায়িকা পূজা। খুব বেশিদিন হয়নি সিনেমার জগতে নাম লিখিয়েছেন। এর মধ্যেই অনেক প্রশংসা কামিয়েছেন তিনি।
সম্প্রতি ‘পোড়ামন-২’ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছেন এর নায়িকা পূজা চেরী। অনেকেই তার সঙ্গে একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের তুলনা পর্যন্ত করেছেন।
‘পোড়ামন-২’ ছবিটি দেখা পর শাবনূর নিজে পূজার প্রশংসা করেছেন।
পুজাকে নিয়ে মন্তব্য করেছেন শাবনূর , ‘ছবিটি আমি আগেই দেখেছি। এটি দেখার পর পূজার ভক্ত হয়ে গিয়েছি। দারুণ অভিনয় করেছে সে! ছবিটি দেখার পর মনে হয় প্রায় দুই হাজার মানুষকে বলেছি এটি দেখার জন্য।’
গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পোড়ামন-২’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
গত (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বক্লব্লাস্টার সিনেমাসে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেখানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আবারও ছবিটি দেখেন শাবনূর। ছবি শেষে পুজাকে নিয়ে মন্তব্য করেন তিনি।