Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাধিকা: যা চেয়েছি, তা পাইনি

‘ফোবিয়া’, ‘প্যাডম্যান’, ‘অন্ধাধুন’- এর মতো সিনেমাগুলোতে কাজ করে নিজের বুদ্ধিমত্তা আর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৩:৫০ পিএম

একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘বদলাপুর’, ‘পার্চড’, ‘ফোবিয়া’, ‘প্যাডম্যান’, ‘অন্ধাধুন’- এর মতো সিনেমাগুলোতে কাজ করে নিজের বুদ্ধিমত্তা আর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নন রাধিকা। নিজেকে সফলও মনে করেন না তিনি।

সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়ার এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘‘আমি প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করতে চাই। আমার কাছে সাফল্যের সংজ্ঞা আলাদা। ফলে আমি নিজেকে এখনও সফল মনে করি না। কারণ আমি যা অর্জন করতে চেয়েছিলাম, তা এখনও পেয়েছি বলে মনে হয় না।’’

কিছুদিন আগেই রাধিকা অভিনীত ব্রিটিশ-আমেরিকান ছবি ‘দ্য ওয়েডিং গেস্ট’ মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। আপাতত পরবর্তী ছবির চিত্রনাট্য দেখছেন তিনি। নওয়াজউদ্দিনির সিদ্দিকির সঙ্গে ‘রাত আকেলি হ্যায়’-এ ছবিতে অভিনয় করবেন।

এ প্রসঙ্গে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘‘নওয়াজের সঙ্গে কাজ করার ব্যাপারটা উপভোগ করি। তিনি একজন অসাধারণ অভিনেতা। ফলে কিছু ভাল দৃশ্য উপহার দিতে পারব বলে আশা করছি।’’

About

Popular Links