Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

চীনের সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা ‘নে ঝা ২’

অ্যানিমেটেড চলচ্চিত্রটি ১১০ কোটি ডলার আয় করে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

জাদুকরী শক্তি দিয়ে এক বালকের দানবদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র “নে ঝা ২” চীনের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে।

সিনেমাটি দেশটির গর্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। দেশীয় বক্স অফিসে ব্যাপক সাফল্যের পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

“নে ঝা ২” শুধু চীনের বক্স অফিসে নতুন রেকর্ডই গড়েনি একইসঙ্গে প্রথম সিনেমা হিসেবে একক বাজারে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলকও স্পর্শ করেছে বলে জানিয়েছে হলিউডভিত্তিক গণমাধ্যম ডেডলাইন।

আইএমডিবির এক রিভিউতে বলা হয়েছে, “সিনেমাটি শুধু চীনা অ্যানিমেশনের শক্তিশালী অবস্থানকেই তুলে ধরে না। বরং আধুনিক প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী চীনা পুরাণের অসীম সম্ভাবনাও তুলে ধরে।”

চীনা পুরাণের জনপ্রিয় চরিত্র নে ঝা’র কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমাটি চন্দ্র নববর্ষের এক সপ্তাহব্যাপী ছুটিকালীন প্রায় ১.১ বিলিয়ন (১১০ কোটি) ডলার আয় করেছে বলে জানিয়েছে বক্স অফিস ট্র্যাকার মাওইয়ান। সিনেমাটির চিত্রনাট্য ও ভিজ্যুয়াল ইফেক্টের জন্য প্রশংসা পাচ্ছে “নে ঝা ২”। ছবির বিভিন্ন চরিত্রের মডেল দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। আর দর্শকরা ভিড় করছেন সিনেমা হলে।

এর ফলে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত “দ্য ব্যাটল অভ লেক চ্যাংজিন” সিনেমার রেকর্ড ভেঙেছে “নে ঝা ২”। কোরিয়া যুদ্ধ (১৯৫০) নিয়ে নির্মিত সেই চলচ্চিত্রটি প্রায় ৯০০ মিলিয়ন ডলার আয় করেছিল।

দীর্ঘদিন ধরে বিশাল দেশি বাজার থাকা সত্ত্বেও হলিউডের তুলনায় পিছিয়ে থাকা চীনের চলচ্চিত্রশিল্পের উন্নতির প্রতীক হিসেবে “নে ঝা ২” প্রশংসিত হচ্ছে। চন্দ্র নববর্ষের সময় চীনে সিনেমার টিকিট বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এবারের উৎসব মৌসুমে দেশীয় চলচ্চিত্রগুলো ১.৩ বিলিয়ন ডলার আয় করেছে।

২০১৯ সালে মুক্তি পাওয়া “নে ঝা”-র সাফল্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিক্যুয়েল। প্রথম পর্বটি ৭২৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল এবং চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় রয়েছে।

   

About

Popular Links

x