Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

নিজ বাসায় গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, মা-স্ত্রী আহত

গভীর রাতে অভিনেতার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

ঢাকার সাভারেরর আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪)। গুলিবিদ্ধ আজাদকে ঢাকার উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সাভারের আশুলিয়ায় নিজের বাসায় গুলিবিদ্ধ হন আজাদ।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে জিরাবো এলাকায় অভিনেতার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত।

হাসপাতাল থেকে অভিনেতা আজাদ জানান, কাটার শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি দুর্বৃত্তদের উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর গুলি ছুঁড়তে থাকে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, অভিনেতার শরীরে ৩টি গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি।

২০১৬ সালে তপু খানের প্রাক্তন নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। এরপর গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। 

হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া সিনেমা এবং বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।

   

About

Popular Links

x