বাংলাদেশের সংগীতাঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হলো দেশের প্রথম প্রযুক্তিনির্ভর কনসার্টের মাধ্যমে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে অত্যাধুনিক লাইটিং, থ্রিডি ভিজ্যুয়াল এবং এআই’র সমন্বয়ে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী কনসার্টে শ্র্রোতাদের মুগ্ধ করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন।
বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ’র সহযোগিতায়মিউজিক্যাল অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম “গেট সেট রক” ও কমিউনিকেশন সংস্থা “এ্যাসেন”র যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ব্যাতিক্রমী এ কনসার্টের।
জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে “অর্থহীন ২০৭৭:আ সাইবারপাঙ্ক ওডিসি” শিরোনামে কনসার্টটি সাজানো হয়।
কনসার্টে অর্থহীন ব্যান্ড তাদের “আমার প্রতিচ্ছবি”, “কৃষ্ণচূড়া”, “অসমাপ্ত”, “এপিটাফ”, “বিজয়ের গান”, “গুটি”, “বিদ্রোহী”সহ বেশকিছু জনপ্রিয় গান পরিবেশন করে। এছাড়াও জন ডেনভারের জনপ্রিয় গান “এনিস সং” কাভার করে তারা।
কনসার্টে অর্থহীন ব্যান্ডের ভোকাল ও বেজিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন রকসম্রাট আজম খানের জন্মবার্ষিকী উপলক্ষে তাকে উৎসর্গ করে পরিবেশন করেন "অদ্ভুত সেই ছেলেটি"।
বেসবাবাখ্যত জনপ্রিয় কন্ঠশিল্পী সাইদুস সালেহীন খালেদ সুমন কনসার্টে তার জনপ্রিয় গানের পাশাপাশি নতুন অপ্রকাশিত গানও গেয়েছেন। এছাড়াও প্রিমিয়াম দর্শকরা অর্থহীনের সঙ্গে দেখা ও আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। বোনাস হিসেবে ছিল সুমনের অটোগ্রাফ ও ব্যান্ডের সঙ্গে সেলফি তোলার সুযোগ।
নতুন প্রযুক্তির সংযোজন কনসার্টেরএক ভিন্ন মাত্রা যোগ করেছে বলে জানান শ্রোতারা।
গেট সেট রক’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব রহমান সোহান বলেন, “প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের সঙ্গে তাল মিলিয়ে ভিডিও গেম “সাইবারপাংক ২০৭৭” থেকে অনুপ্রাণিত হয়ে ভিন্নধর্মী এই একক কনসার্টের আয়োজন করা হয়।”
অ্যাসেন’র প্রধান নির্বাহী কর্মকর্তা আনন্দ চৌধুরী বলেন, “প্রযুক্তির ব্যাবহারের কারণে কাল্পনিক ভবিষ্যতের চিত্র ফুটিয়ে তোলা সম্ভব হয়েছিল। আর অর্থহীনও তাদের পারফরম্যান্স খুবই ভালো করেছে যার ফলে এক অনুরূপ পরিবেশ তৈরি হয়। গায়ক স্বাভাবিকভাবেই গাইলেও এর ইমোশনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একটি বিশেষ পরিবেশ তৈরি করার কারণে দর্শকদের মনে হয়েছে যেন তারা সাইবারপাংক থিমের মধ্যে ঢুকে গেছেন। এর মধ্যে যেমন গ্যারেজ, শহরের অভিনব কারুকাজ রয়েছে এর সবই দেখা যায়, যা সবই এআই দিয়ে করা।”
কনসার্টটির পৃষ্ঠপোষকতায় ছিল টুয়েলভ ক্লোদিং, ইনফিনিক্স, রিভো, পোলার, নেসক্যাফে, পাঠাও, ক্যাটেরিং পামেরা, হ্যাভি মেটাল টি-শার্ট, আর এক্স এক্সপোজার, দ্যা ম্যাড টিম, হিপ ক্রিয়েটর, কডিক্সেল। পিআর পার্টনার হিসেবে ছিল কুল এক্সপোজার কমিউনিকেশন।
কনসার্টে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরিকৃত ভিজুয়াল ইফেক্ট তৈরি করেছে “ভার্স ইমাজিন”।