Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

রায়হান রাফীর সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন তমা মির্জা

রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম

চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ও নায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন বেশ পুরনো। মাঝে শোনা যাচ্ছিলো তাদের বিচ্ছেদ হয়েছে। তবে এসবই এখন অতীত। নতুন করে খবর শোনা যাচ্ছে, রাফী-তমা চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন।

সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেন পরিচালক-নায়িকা; সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ তৈরি হয়েছিল। সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এসব ছবি ছড়িয়ে পড়ার পর তমা-রাফীর বিয়ের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় উড়ছে। নেটিজেনরাও নিজেদের মতো করে নানা ধরনের মন্তব্য করছেন। গোপন বিয়ে-সংসার নিয়েও নানা চর্চা চলছে; যা দৃষ্টি এড়ায়নি অভিনেত্রী তমা মির্জারও। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও নীরবতা ভেঙেছেন এই নায়িকা।

মঙ্গলবার (৪ মার্চ) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তমা মির্জা। তাতে তিনি বলেন, “আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার।”

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তমা মির্জা বলেন, “তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

২০১৮ সালে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে ব্যবসায়ি হিশাম চিশতীর পরিচয় হয়। ২০১৯ সালের মে মাসে তারা বিয়ে করেন। বিয়ের এক বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন অভিযোগ। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত। এরপর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর তমা মির্জা পুরোপুরি কাজে মনোযোগী হন। একের পর এক অসাধারণ সব কাজ উপহার দেন এই চিত্রনায়িকা।

কাজ করেন রায়হান রাফীর মতো সময়ের আলোচিত পরিচালকের সঙ্গেও। রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন “খাঁচার ভেতর অচিন পাখি” ওয়েব ফিল্মে। পরে আবার তাদের দেখা যায় “৭ নম্বর ফ্লোর”-এ। রাফীর “সুড়ঙ্গ” ছবির “ময়না” চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচিত হন তমা। “সুড়ঙ্গ” ছবিতে তমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। আগামী ঈদে মুক্তি পাবে রাফী-তমা জুটির “দাগি” সিনেমা।

   

About

Popular Links

x