Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এলেন কবীর সুমন, চান ইসলামি রীতিতে দাফন

এর আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন জনপ্রিয় এই শিল্পী

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৫:০৬ পিএম

কয়েকবছর আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

মরণোত্তর দেহদান নয় বরং ইসলামি রীতিতে নিজের মরদেহ দাফনের চান বলে জানিয়েছেন জনপ্রিয় এই গায়ক।

বুধবার (৫ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি।

কবীর সুমন তার ফেসবুক পোস্টে লিখেছেন, “রমজান মোবারক! সকলকে জানাতে চাই, বছরখানেক আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।”

কলকাতার মাটিতেই যেন তার দাফনকার্য সম্পন্ন হয়; এমন ইচ্ছে পোষণ করে তিনি লিখেছেন, “আমি চাই আমাকে এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।”

সবশেষে কবীর সুমন লিখেছেন, “আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।”

প্রসঙ্গত, কয়েক বছর আগে দেহদানের কথা ঘোষণা করে এক ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছিলেন, “আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়।”

   

About

Popular Links

x