Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

সম্পর্কে ভাঙনের কারণ খুঁজছেন ক্যাটরিনা কাইফ

সালমান খান থেকে রণবীর, বলিউডের অনেকের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ক‍্যাটরিনা

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম

একসঙ্গে পথ হাঁটার ভাবনা নিয়েই শুরু হয় প্রেম। সম্পর্কের গিঁটে আটকে পড়ে দু’জন। ভালোবাসায় রঙিন হয় দু’টি মন। কিন্ত কখনো প্রেমের সেই রং ফিকে হয়েও আসে। আলাদা হয় দু’টি পথ। যে মানুষটি জীবনের অভ‍্যাস, সেই অভ‍্যাস পিছনে ফেলে এক রাশ বিরহ নিয়ে এগিয়ে যেতে হয় সামনে। কিন্ত কেন এমন হয়, তার একটি ব‍্যাখ‍্যা দিয়েছেন অভিনেত্রী ক‍্যাটরিনা কাইফ।

ভিকি কৌশলকে বিয়ে ঘরে সংসারী হয়েছেন নায়িকা। এর আগে বলিউডের অনেকের সঙ্গে নাম জড়িয়েছে ক‍্যাটরিনার। সালমান খান থেকে রণবীর কাপুর, ক‍্যাটরিনার প্রেমজীবন নিয়ে রঙিন চর্চা কম হয়নি। যদিও জীবনের সফরসঙ্গী হিসেবে ভিকির হাত-ই ধরেছেন। তবে জীবনে যত বার প্রেম এসেছে এবং বিচ্ছেদ হয়েছে, প্রতিটি সম্পর্ক থেকেই শিক্ষা নিয়েছেন ক‍্যাটরিনা।

নায়িকা মতে সম্পর্ক ভেঙে যাওয়ার একটি কারণ হলো উল্টোদিকের মানুষটির প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা। ক‍্যাটরিনা বলেন, “হতেই তো পারে সঙ্গী সব সময় আপনার প্রত্যাশা পূরণ করতে পারছেন না। সব সময় পারবে, এমনও কোনো নিশ্চয়তা নেই। তখনই উল্টোদিকের মানুষটির প্রতি উৎসাহ হারাতে শুরু করবেন। সম্পর্কে থাকতে আর ইচ্ছা করবে না। সম্পর্কে ভাঙনের সূত্রপাত এখান থেকেই।”

ক্যাটরিনা নির্ভরশীলতা থেকে দূরে থাকতে বলছেন। ক্যাটরিনার মতে, কাউকে সুখী রাখা, আনন্দে রাখার দায়িত্ব কেউ নিতে পারে না। কোনো একটা সময় ব্যর্থ হতেই হয়। তখনই অভিযোগের বন্যা বয়ে যায়। সম্পর্ক থেকে অব্যাহতির ভাবনা ঘোরে মাথায়।

তা হলে সম্পর্ক টিকিয়ে রাখার উপায় কী? ক্যাটরিনা বলেন, “সম্পর্কে নির্ভরশীলতা বাদ দিতে হবে। একে-অপরের প্রয়োজন না হয়ে, ভালো বন্ধু হওয়া জরুরি। একে-অপরের প্রতি শুধু ভালোবাসা, উজাড় করা আবেগ, মুগ্ধতা থাক।”

   

About

Popular Links

x