Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফিরছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’

রহস্য রেখেই শেষ হয়েছিল সিরিজটির প্রথম সিজন

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম

‘‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’’, সংলাপ দিয়ে শেষ হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ওয়েব সিরিজ ‘‘মাইশেলফ অ্যালেন স্বপন’’। রহস্য রেখেই শেষ হয়েছিল সিরিজটির প্রথম সিজন। শেষ দৃশ্যে দেখা যায় মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেন তিনি স্বপনকে খুঁজছিলেন? এমন আরও কিছু রহস্য রেখে শেষ হয়েছিল ‘‘অ্যালেন স্বপন’’কে নিয়ে নির্মিত প্রথম ওয়েব সিরিজটি। সেসব জট খুলতে এবার ঈদে আসছে এর পরবর্তী সিজন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে চরকির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে সিরিজটির দ্বিতীয় মৌসুম মুক্তির বিষয়টি জানানো হয়। পবিত্র ঈদ-উল-ফিতরেই মুক্তি পাবে সিরিজটি। চরকির সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে–ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা সেই হাসি আর পরনে সাফারি।

ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘‘আমার চারশ’ কোটি টাকা কোথায়? এর পরেই অ্যালেন স্বপন বলেন, ‘‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।’’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনো অধরা। এত পরিমাণ টাকা কার এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর পোস্টার

উল্লেখ্য, ২০২৩ সালে ঈদ-উল-ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ওয়েব সিরিজ “মাইশেলফ অ্যালেন স্বপন”। ওয়েব সিরিজটির মূল চরিত্র নাসির উদ্দিন খান হলেও শায়লা চরিত্রে দুর্দান্ত অভিনয়ে প্রশংসিত হন রাফিয়াত রশিদ মিথিলা।

   

About

Popular Links

x