Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

টেলি সামাদ আর নেই

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০২:৫৬ পিএম

বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা টেলি সামাদ আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে আজ দুপুর বেলা সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

ঢালিউডের অন্যতম জনপ্রিয় এই কৌতুক অভিনেতার জন্ম মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায়। তার আসল নাম আবদুস সামাদ হলেও সিনেমায় এসে হয়ে যান টেলি সামাদ। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে।

নজরুল ইসলামের পরিচালনায় ১৯৭৩ সালের দিকে ‘কার বৌ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে এই অঙ্গনে পা রাখেন তিনি। তবে দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হলো ‘পায়ে চলার পথ’। সবশেষ ২০১৫ সালে ‘জিরো ডিগ্রী’ সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়ের বাইরে ৫০টির বেশি চলচ্চিত্রে তিনি গানও গেয়েছেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে ৬০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 

About

Popular Links