Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

পারশার চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা

দ্রুত গাড়ির দরজা খুলে বের হতে পারায় প্রাণে বেঁচে যান তিনি

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম

অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন আলোচিত গায়িকা, অভিনেত্রী পারশা মাহজাবীন। চলন্ত গাড়িতে হঠাৎ আগুন ধরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হতে যাচ্ছিলেন পারশা।

জানা গেছে, শনিবার (১৫ মার্চ) দুপরের দিকে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বনানীর স্টুডিওতে যাওয়ার সময় তিনি যে গাড়িতে করে রাস্তায় বের হয়েছিলেন, সেটিতে আগুন ধরে যায়। দ্রুত গাড়ির দরজা খুলে বের হতে পারায় প্রাণে বেঁচে যান তিনি।

নিজের ফেসবুকে খবরটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পারশা।

দুপুর ২টা ২০ মিডনিটে দেওয়া ফেসবুকে পোস্টে পারশা লিখেছেন, “কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজাটাও খুলতে পারিনি। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!”

এরপর বিষয়টি নিয়ে পারশা সাংবাদিকদের বলেন, “আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। সেভাবেই বাসা থেকে বের হই। বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জ্বলতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে আমি একা। গাড়ির দরজাও শুরুতে খুলতে পারছিলাম না। ঘাবড়ে যাই। অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।”

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে ইউকেলেলে বাজিয়ে “আমি ভুলে যাই” শিরোনামে গান গেয়ে আলোচনায় আসেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। গতমাসে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম “ঘুমপরী”তে অভিনয় করতে দেখা গেছে তাকে।

   

About

Popular Links

x