Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

মেয়ের সিনেমায় নাক না গলাতে সুনীল শেঠিকে নোটিশ!

নোটিশ প্রসঙ্গে ৫৩ বছর বয়সী সুনীল শেঠি বলেন, সময় এলেই এ নিয়ে কথা বলবো

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০৬:০৮ পিএম

বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি এখন কাজ করছেন ‘মতিচূর ছাকনাচূর’ ছবিতে। কিন্তু এতে তার বাবা সুনীল শেঠি বারবার নাক গলানোর কারণে ছবির কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রযোজক-পরিচালকেরা।

এ কারণে একটি আইনি নোটিশ পাঠিয়ে সতর্ক করা হয়েছে তাকে। ভারতীয় ট্যাবলয়েড মুম্বাই মিররে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য এসেছে।

নোটিশে নির্মাতারা উল্লেখ করেন, এ ছবির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই সুনীল শেঠির। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি যদি কিছুতে হস্তক্ষেপ করেন তাহলে তা গোপনীয়তা লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে লোকসানের দায়ভার তার ওপর বর্তাবে।

এ ছবির বেলায় দুই প্রযোজক রাজেশ ও কিরণ ভাটিয়ার সিদ্ধান্তই কেবল চূড়ান্ত হিসেবে গণ্য হবে বলেও উল্লেখ করা হয় নোটিশে।

নোটিশ প্রসঙ্গে ৫৩ বছর বয়সী সুনীল শেঠি মুম্বাই মিররকে বলেন, "সময় এলেই এ নিয়ে কথা বলবো।"

২০১৫ সালে সালমান খানের প্রযোজনায় ‘হিরো’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আথিয়ার। এরপর ‘মুবারাকান’ ছবিতে দেখা গেছে তাকে। এবার আসবে দেবামিত্র হাসান পরিচালিত ‘মতিচূর ছাকনাচূর’। এতে ২৬ বছর বয়সী এই অভিনেত্রীর সহশিল্পী নওয়াজুদ্দিন সিদ্দিকি।

About

Popular Links