Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

পূজা দিতে গিয়ে বিপাকে হেমা মালিনী, অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

অভিযোগে বলা হয়, অভিনেত্রীর পুরীর মন্দিরে পূজা দেওয়া একেবারেই নিয়ম-বর্হিভূত

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৯ পিএম

ভারতের পুরীর জগন্নাথ মন্দিরে সম্প্রতি পূজা দিতে গিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী এবং বিজেপি সাংসদ হেমা মালিনী। হোলির সময় পুরীর মন্দিরে গিয়েছিলেন হেমা মালিনী। ‘‘ড্রিম গার্ল’’ এই অভিনেত্রীর সঙ্গে ছিলেন পুরীর বিজেপি সাংসদ এবং জাতীয় মুখপাত্র সম্বিত বেরা। কিন্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে হেমা মালিনীর নামে পুরীর সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করেছে জগন্নাথ সেনা দল নামের এক ধর্মীয় সংগঠন। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

এই ধর্মীয় সংগঠনের তরফে জানানো হয়েছে, হেমা মালিনীর পুরীর মন্দিরে পূজা দেওয়া একেবারেই নিয়ম-বর্হিভূত। সংগঠনের দাবি, অভিনেত্রী মুসলিম অভিনেতাকে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছেন। তাদের বক্তব্য, হেমা মালিনী পুরীর মন্দিরে আসায় সনাতন সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। এই সংগঠনের তরফে হেমা মালিনীর তরফে যে অভিযোগ দায়ের হয়েছে, তাতে বলা আছে, ১৯৭৯ সালের ২১ অগস্ট মুম্বাইয়ের ফয়জাবাদের এক মসজিদে গিয়ে ধর্মান্তরিত হয়েছেন হেমা মালিনী। ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তখন ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন। প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে তখনও বিবাহবিচ্ছেদ হয়নি ধর্মেন্দ্রের। বিবাহ বিচ্ছেদের আগেই হেমা মালিনীকে বিয়ে করেন তিনি।

হিন্দু বিবাহ আইন অনুযায়ী, স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিবাহ করা যায় না। সেই কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্মেন্দ্র। তখন হেমা মালিনীকেও ধর্মান্তরিত হতে হয়। জগন্নাথ সেনা দলের হেমা মালিনীকে জগন্নাথ মন্দিরে পূজা দেওয়ায় আপত্তি জানানোর কারণ এটাই। যদিও এই বিষয়ে হেমা মালিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।  

   

About

Popular Links

x