Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

খুন নাকি আত্মহত্যা, সুশান্তের মৃত্যুর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করলো সিবিআই

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের মরদেহ

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৩:৫৬ পিএম

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত- জানিয়ে দিল ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। পাঁচ বছর কেটে গিয়েছে সুশান্তের মৃত্যুর। কিন্তু ধোঁয়াশা ছিল অভিনেতার মৃত্যু নিয়ে। শনিবার মুম্বাই আদালতকে সিবিআই এই মামলার সর্বশেষ রিপোর্ট জমা দেয়। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

২০২০ সালের ১৪ জুন ভারতের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের মরদেহ। অভিনেতার মৃত্যু নিয়ে অনেক রহস্যই ছিলো। প্রশ্ন ছিল, খুন না কি আত্মহত্যা? সেই প্রশ্নের উত্তরই খোলসা করে দিল সিবিআই। প্রাথমিকভাবে মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। আর সর্বশেষ রিপোর্টেও সিবিআই নিশ্চিত করলো যে আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে অন্য কোনো দিক ওঠে আসেনি।

সুশান্তের মত্যুর ঠিক ৭ দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার সহায়ক দিশা সালিয়ানের। মেয়ের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করতে সম্প্রতি নতুন করে তদন্ত চেয়ে মুম্বাই হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন দিশার বাবা। সতীশের নিশানায় রয়েছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকুরও। অন্যদিকে, সুশান্তের চাচাতো ভাই নীরজ কুমার সিংহ বাবলুও নতুন করে তদন্তের দাবি করেছিলেন।

সুশান্তের ভাই বলেন, “ঠাকরে সরকার চেয়েছিল ঘটনা গোপন করতে। তাদের উদ্দেশ্যই ছিল তদন্ত বন্ধ করিয়ে দেওয়া। সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর যোগ রয়েছে। ১২ তলা থেকে একটা মানুষ পড়ে গেলে তার মৃতদেহের পাশে রক্ত থাকবে। কিন্তু দিশার দেহের পাশে রক্তের ছিঁটেফোটাও ছিল না। এর অর্থ আগেই দিশাকে খুন করা হয়েছিল।” কিন্তু এর মধ্যেই তদন্তে ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সিবিআই।

   

About

Popular Links

x