Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

যে নিয়মে রূপচর্চা করে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন ঐশ্বরিয়া

১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন এই বলিউড অভিনেত্রী

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১০:০৪ পিএম

ভারতের প্রথম বিশ্বসুন্দরীর নাম ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে এই অনন্য খেতাবের অধিকারিণী হয়েছিলেন তিনি। জিতে নিয়েছিলেন সেরার মুকুট। এই ৫০ বছর বয়সে এসেও ঐশ্বরিয়ার রূপে মুগ্ধ তার অনুরাগীরা। চলুন জেনে নেওয়া যাক তার রূপের রহস্য সম্পর্কে।

একবার এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, “আর পাঁচজন নারীর মতোই খুব সাধারণ আমি। সাধারণ রূপচর্চা করি। আমরা সকলেই সময়ের বিপরীতে হাঁটছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের দিন শুরু হয়। হাইড্রেশন ও হাইজিনের দিকে ভীষণ খেয়াল রাখি আমি। ক্লিন থাকা দরকার। বাইরে থেকে নয়, ভেতর থেকেও।”

ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে প্রচুর পরিমাণে পানি পান করেন ঐশ্বরিয়া। এতে ত্বকের সব টক্সিন দূর হয়, দিনভর প্রচুর এনার্জি পাওয়া যায়। সে অনুযায়ী, সবারই এখন থেকে নিয়মিত পানি পান করার অভ্যাস তৈরি করে ফেলা উচিত। ত্বকের ময়েশ্চারাজিংয়ের দিকে খেয়াল রাখেন এই বলিউড অভিনেত্রী। সেটাও ভীষণ জরুরি।

   

About

Popular Links

x