Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদে বিটিভিতে প্রচারিত হবে বিশেষ ব্যান্ড শো

এই ব্যান্ড শোতে থাকবে ১৩ ব্যান্ডের বিশেষ পরিবেশনা

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম

ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে “ব্যান্ড শো”। ব্যান্ডের এই আয়োজনে ঈদের দিন সন্ধ্যা ৭টায় থাকছে “চিরকুট”, “আর্ক”, “ডিফারেন্ট টাচ”, “অবসকিউর”, “অরবিট” ও “ফিডব্যাকের” মতো জনপ্রিয় ব্যান্ডগুলো পরিবেশনা।

সালসাবিল লাবণ্যর উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাসির উদ্দিন।

ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় গাইবে ব্যান্ড “মাইলস”। “চাঁদ তারা সূর্য”, “নীলা”, “প্রিয়তম মেঘ”, “ধিকিধিকি”, “ফিরিয়ে দাও”, “দরদিয়ার” মতো জনপ্রিয় গানগুলো শোনা যাবে তাদের কণ্ঠে। এই পর্ব উপস্থাপনা করেছেন মমরেজ মাহমুদ।

ঈদের ৩য় দিন সন্ধ্যা ৭টায় গাইবে ব্যান্ড “সিম্ফনি”, “শুভযাত্রা”, “রক অ্যান্ড মেলোডি”, “নাটাই”, “পেন্টাগন”, “রেশাদ অ্যান্ড কিউ”। আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় “ব্যান্ড শো” উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা।

   

About

Popular Links

x