বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ের এক ব্যস্ত সড়কে অভিনেত্রীর গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস।
প্রত্যক্ষদর্শীদের মতে, পরিচিত নম্বর প্লেট দেখে পাপারাজ্জিরা বুঝতে পারেন এটি প্রাক্তন বিশ্বসুন্দরীর গাড়ি। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট না হলেও এক ভিডিওতে দেখা গেছে, একটি লাল বাস তার বিলাসবহুল গাড়ির পেছনে আঘাত করেছে, যার ফলে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে, গত বছর দীপাবলির সময় ঐশ্বরিয়া এই গাড়িটি কিনেছিলেন, যার নম্বর প্লেট ৫০৫০।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়া সম্পূর্ণ সুস্থ আছেন, তবে তিনি কোনো আঘাত পেয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, জনপ্রিয় এই অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যানজট সৃষ্টি হয়। পুলিশ ও তার নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং কিছুক্ষণের মধ্যেই ঐশ্বরিয়ার গাড়ি সেখান থেকে চলে যায়।
দুর্ঘটনার পর বাস চালকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি। বচ্চন পরিবার কিংবা ঐশ্বরিয়া রায় বচ্চনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।