Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

নাট্যমঞ্চ কাঁপাতে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

নাটকটির নাট্যরূপ, নির্দেশনা দিচ্ছেন অঞ্জন দত্ত নিজেই

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০৮:২৮ পিএম

গান কিংবা চলচ্চিত্র নয় এবার মঞ্চনাটক নিয়ে বাংলাদেশ কাঁপাতে আসছেন অঞ্জন দত্ত। আগামী ৯ জুলাই  ঢাকায় ‘সেলসম্যানের সংসার’ নামের একটি নাটক তার নিজস্ব প্রোডাকশন হাউজ  ‘অঞ্জন দত্ত প্রোডাকশন’-এর ব্যানারে প্রদর্শিত হবে।

তবে নাটকটি কোন মঞ্চে পরিবেশিত হবে তা এখনো জানা না গেলেও খুব শিগগিরই এ তথ্য জানতে পারবে অঞ্জন ভক্তরা।

আর্থার মিলারের বিখ্যাত গল্প ‘ডেথ অব এ সেলসম্যান’ অবলম্বনে এ নাটকটির নাট্যরূপ, নির্দেশনা দিচ্ছেন অঞ্জন দত্ত নিজেই। শুধু তাই নয়, দর্শকদের জন্য আরো সুখবর হচ্ছে নাটকটির একটি চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত নিজেই।

নাটকটিতে উঠে এসেছে মধ্যবিত্ত সমাজের বিভিন্ন সংকটের বিষয়। এ বছর জানুয়ারিতে কলকাতায় নাটকটটি প্রথম মঞ্চে আসে। এর ছয় মাসের মধ্যেই এটি ঢাকায় মঞ্চায়িত হতে যাচ্ছে।

কাঞ্চনজংঘা, বেলা বোস, মালা’র মত বিখ্যাত সৃষ্টির নির্মাতা অঞ্জন দত্ত বেশ অনেক আগে থেকেই নাম কুড়িয়েছেন অভিনয় জগতে। ১৯৯৮ সালে প্রথম তাকে চলচ্চিত্র পরিচালনা করতে দেখা যায়। শুধু পরিচালনাই নয়, পর্দার সামনের তাঁর সরব উপস্থিতিও দেখা গেছে বেশ কয়েকবার।

About

Popular Links