Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান- গানের তালে সানির নাচ (ভিডিও)

সানি যে সেটি খুব উপভোগ করে নেচেছেন তা তার নাচেই ফুটে উঠেছে।

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৬:২৮ পিএম

ভারতে নিষিদ্ধ ভিডিও শেয়ারিংয়ের অ্যাপ টিকটক। অ্যাপটি পর্নোগ্রাফিতে উৎসাহ দেয় এমন অভিযোগ এনে সম্প্রতি তা নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্ট। তবে এ নিয়ে মাথা ব্যাথা নেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনের। 

সব নিষেধাজ্ঞা অমান্য করে টিকটকে চালাচ্ছেন সানি। হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়ে একের পর নাচের ভিডিও ছাড়ছেন তিনি। এমনকি বাদ পড়ছে না বাংলা গানও।   

কণ্ঠশিল্পী দালের মেহেন্দির বিখ্যাত গান ‘বোলো তারারা’ ছাড়াও বেশ কয়েকটি গানের সঙ্গে নেচেছেন সানি। এসব গানের সঙ্গে সানির নাচের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। এই ভিডিওগুলোতে সানির সঙ্গে নাচতে দেখা গিয়েছে তার বন্ধু শেহজাদা আকশু কক্করকে। 

সানির সঙ্গে শেহজাহাকে ‘প্রথম বিয়ে করলাম আমি, জেলা বর্ধমান’ গানে নাচতে দেখা যায়।  সানি যে সেটি খুব উপভোগ করে নেচেছেন তা তার নাচেই ফুটে উঠেছে।  


About

Popular Links