কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক “ব্যাচেলর পয়েন্ট” সাফল্যের সঙ্গে চারটি সিজন শেষ করেছে। ভক্তদের প্রশ্ন, কবে আসছে নাটকের পঞ্চম সিজন? নির্মাতা কাজল আরেফিন জানান, ঈদের দিন থেকে চ্যানেল আই, বুম ফিল্মসের অফিশিয়াল ইউটিউব এবং বঙ্গ অ্যাপে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট।
রবিবার (১ জুন) বিকেলে গুলশানের একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্মাতা।
নির্মাতা কাজল আরেফিন বলেন, ‘‘দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকেরা সবার আগে জিজ্ঞেস করে ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন কবে আসবে? দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতেই ২৬ মাস পর নতুন সিজন নিয়ে আসছি।’’
তিনি আরও বলেন, ‘‘দর্শকদের চাওয়া এবং আমার স্বপ্নগুলো নষ্ট করতে চাই না। এ কারণে আরও বড় পরিসরে দর্শকদের সামনে নতুন সিজন আনতে চেয়েছি। টিভি, ওটিটি এবং ইউটিউব সব প্ল্যাটফর্ম একত্র করে নতুন সিজনের উদ্যোগ নিয়েছি।’’
অর্থাৎ ঈদের দিন থেকেই দেখা যাবে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প।
উল্লেখ্য, ২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিক একে একে ৪টি সিজন নিয়ে আসে। প্রতিটি সিজনেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলর দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় “ব্যাচেলর পয়েন্ট” সিজন ৪।