Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সরকারি চাকরি ছেড়ে ২৫০ পথকুকুরের 'বাবা'!

প্রতিদিন প্রায় ২৫০টি কুকুরের জন্য রান্না হয়, এমনকি তাদের খাওয়াদাওয়া, চিকিৎসা-সমস্ত কিছুর খরচ বহন করেন ওই ব্যক্তি নিজেই

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:৫০ পিএম

'জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর'- এ নীতি মেনেই নিজের বাড়ির দরজা তিনি খুলে দিয়েছেন ২৫০টি পথকুকুরের জন্য। ভারতীয় সংবাদমাধ্যম এইসময়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন এক ব্যক্তির কথা।

বয়স ৪৯ বছর। ভারতের তামিল নাড়ু রাজ্যের মাদুরাই শহরের বাসিন্দা মারি কুমার একসময় সরকারি চাকরি করতেন। ছেড়ে দিয়েছেন সেই চাকরি। বিয়ে পর্যন্ত করেননি। কারণ একটাই, তার সন্তানসম পথকুকুরদের দেখভাল করতে হবে যে! আর সেই লক্ষ্যেই চাকরি ছেড়ে অবিবাহিত জীবনে তিনি ২৫০ পথকুকুরের বাবা হয়েই দিন কাটাচ্ছেন।

প্রতিদিন প্রায় ২৫০টি কুকুরের জন্য মারি কুমারের বাড়িতে চারবেলা রান্না করা হয়। তাদের এই খাওয়াদাওয়া, চিকিৎসা-সমস্ত কিছুরই খরচ বহন করে মারি কুমার নিজেই। এজন্য চাকরি ছেড়ে দিয়ে এখন চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। সেই টাকাতেই চলছে এই বিশাল কর্মযজ্ঞ।


   

About

Popular Links

x