Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

ছবিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ জমজ সমাগমের আয়োজন!

শ্রীলঙ্কার উদ্দেশ্য ছিলো, ১৯৯৯ সালে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে তাইওয়ানের রেকর্ডটি ভেঙে ফেলে আরও বেশি জনসমাগম ঘটিয়ে নতুন রেকর্ড গড়ে তোলা

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৪:১৪ পিএম

সবচেয়ে বেশি জমজদের সমাগম ঘটিয়ে বিশ্ব রেকর্ড করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কায়। সেখানে এতবেশি জমায়েত শুরু হতে থাকে যে শেষপর্যন্ত ভেস্তেই যায় সকল পরিকল্পনা!সোমবার (২০ জানুয়ারি) প্রত্যাশার চেয়েও অনেকবেশি মানুষ এসে জড়ো হয়ে দীর্ঘ লাইন এবং নিবন্ধনের মাত্রাতিরিক্ত কঠোর বিধি-নিষেধের বেড়াজালে পুরো আয়োজনটি মাটি হয়ে যায়।


রয়টার্স


“শ্রীলঙ্কা টুইনস” ইভেন্টের আয়োজকরা দেশটির রাজধানী কলম্বোর একটি স্টেডিয়ামে জমজদের জমায়েত হওয়ার আহ্বান জানায়। তাদের উদ্দেশ্য ছিলো, ১৯৯৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাইওয়ানের রেকর্ডটি ভেঙে ফেলে আরও বেশি জনসমাগম দেখিয়ে নতুন রেকর্ড গড়ে তোলা। 


রয়টার্স


তাইওয়ানের সেই আয়োজনে ৩,৯৬১ জোড়া জমজ, একইসাথে জন্ম নেওয়া ৩৭টি দল এবং একসাথে জন্মানো চারজনের চারটি দল উপস্থিত হয়েছিলো।     রয়টার্সAbout

Popular Links