Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঘরে তৈরি করুন মশা তাড়ানোর স্প্রে

এডিস মশা কিংবা অন্য যেকোনও মশা যাতে না কামড়ায় সেজন্য ঘরেই তৈরি করে নিতে পারেন এই স্প্রে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১১:০২ এএম

ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব যেন কাটছেই না।এডিস মশা বাহিত এ রোগ থেকে মুক্তির বেশকিছু উপায় রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখা। যেহেতু এ মশা স্বচ্ছ ও পরিষ্কার পানিতে ডিম পাড়ে, সুতরাং ঘর-বাড়ি পরিষ্কার রাখা, টবে পানি জমতে না দেওয়া বাঞ্ছনীয়।

এছাড়া এডিস মশা কিংবা অন্য যেকোনও মশা যাতে না কামড়ায় সেজন্য ঘরেই তৈরি করে নিতে পারেন একধরনের স্প্রে, যারমধ্য দিয়ে আপনার শিশু ও পরিবারের সদস্যদের সহজেই সুরক্ষিত করা সম্ভব।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মশার স্প্রে।

উপকরণ

১০০ মিলি বেবি অয়েল, ১০০ গ্রাম রসুনের কোয়া, আধা লিটার রাবিং অ্যালকোহল।

প্রণালী

রসুনের কোয়া রাবিং অ্যালকোহলে ভিজিয়ে রাখুন ৪ দিন। এরপর বেবি অয়েল মিশিয়ে ত্বকের যেসব স্থানে মশা কামড়ায় সেসব স্থানে মিশ্রণটি কয়েক ফোঁটা ঘষে নিন।

সাবধানতা

চোখে বা চোখের আশেপাশের ত্বকে লাগাবেন না। এছাড়া শিশুদের ত্বকে দিতে পারেন। তবে ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে।

 

   

About

Popular Links

x