Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘রাজা বাবু’র দাম ২২ লাখ টাকা

‘রাজা বাবু’ কোনো ব্যক্তি নয়। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ গ্রামের খাইরুল ইসলাম খান্নু’র পালিত এক ষাঁড়। এবছরে দেশের সর্ববৃহৎ কোরবানির পশু বলেই ধরা হচ্ছে এই ষাঁড়টিকে। তাইতো আদর করে ‘রাজা বাবু’ নাম দিয়েছেন খামারী।  

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ০৪:৫৮ পিএম

আট ফুট লম্বা, সাড়ে ৬ ফুট উচ্চতা আর ওজন ২ হাজার ৯৪ কেজি! নাম তার ‘রাজা বাবু’! বেশ জামাই আদরেই রাখা হয়েছে ৩ বছর ১০ মাস বয়সী ‘রাজা বাবু’কে। 

‘রাজা বাবু’ কোনো ব্যক্তি নয়। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ গ্রামের খাইরুল ইসলাম খান্নু’র পালিত এক ষাঁড়। এবছরে দেশের সর্ববৃহৎ কোরবানির পশু বলেই ধরা হচ্ছে এই ষাঁড়টিকে। তাইতো আদর করে ‘রাজা বাবু’ নাম দিয়েছেন খামারী।   

জানা গেছে বৃহদাকার এই ষাঁড়ের জন্য প্রতিদিনের বাজেট প্রায় ২ হাজার টাকা। খাবারের মেন্যুতে থাকে কলা, মাল্টা, কমলালেবু, চিড়া, বেলের শরবত সহ আরও অন্যান্য দামী খাবার দাবার।

শুধু আদর যত্নেই নয় রাজাবাবুর স্বাস্থ্য সুরক্ষার জন্য রাখা হয়েছে সার্বক্ষণিক চিকিৎসক। নিরাপত্তার স্বার্থে রাতে পুলিশ টহল দেয় বাড়ির চারপাশের রাস্তায়। 

এতো উন্নত আড়ম্বরপূর্ণভাবে বেড়ে ওঠা যার, কোরবানীর ঈদকে সামনে রেখে সেই ‘রাজা বাবু’র মালিক তার দাম হাঁকাচ্ছেন ২২ লক্ষ টাকা! ‘রাজা বাবু’ই আকার, আকৃতি ও ওজনের দিক থেকে দেশের সবচাইতে বড় বলে দাবী সংশ্লিষ্টদেরও। 

‘রাজা বাবু’কে দেখতে প্রতিদিন ওই খামারীর বাড়িতে ভীড় করেন ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, যশোর, মানিগঞ্জের বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। 

সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম জাহান বলেন, “রাজা বাবুকে দেখতে বরাইদ খায়রুল ইসলাম খান্নুর বাড়ী গেলে আমি জানতে পারি রাজা বাবুর বর্তমান বয়স ৩ বছর ১০ মাস। ৬ দাঁতের রাজা বাবুর আকার ও ওজন পরিমাপ করে দেখা যায়, গরুটির উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি, লম্বা ৮ ফুট, বুকের পরিমাপ ১০ ফুট, মুখের চওড়া ৩ ফুট ২ ইঞ্চি, গলার বেড় ৫ ফুট, শিং ১ ফুট লম্বা, লেজের দৈর্ঘ্য ৪ফুট ৩ ইঞ্চি এবং ওজন ২০৯৪ কেজি অর্থাৎ ৫২ মন। আমার জানা মতে এই গরুটিই বর্তমানে দেশে আকার ও ওজনে সবচেয়ে বেশী।” 

খামারী খাইরুল ইসলাম খান্নু’র সাথে আলাপ কালে জানা যায়, প্রায় দুই বছর আগে সাভার উপজেলার বারাহিরচর এলাকার কৃষক কুদ্দুস মুন্সীর কাছ থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা দিয়ে তিনি ক্রয় করেছিলেন ১৮ মণ ওজনের এই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুটি। 

এক বছর লালন-পালনের পর গত কোরবানীর ঈদের সময় গরুটির ওজন বেড়ে হয় ৩৯ মণ। ক্রেতারা গরুটির দাম করেছিলেন ১৪ লাখ ৫০ হাজার টাকা। একটু বেশী দামে বিক্রি করার আশায় অপেক্ষায় থাকতে থাকতে শেষ পর্যন্ত গতবার গরুটি বিক্রি করতে ব্যর্থ হয়েছেন তিনি। আরও একবছর লালন-পালন করার পর এবার গরুটির ওজন বেড়ে হয়েছে ৫২ মণ! এবার তিনি ‘রাজা বাবু’র দাম হাঁকাচ্ছেন ২২ লাখ টাকা। 

খামারী খাইরুল ইসলাম খান্নুর স্ত্রী জানালেন যে বিশাল আকারের এই গরুটির পরিচর্যা করা খুবই কঠিন। দিনে কমপক্ষে ৪ থেকে ৫ বার গোসল করাতে হয়। সারদিন বৈদ্যুতিক পাখা চালাতে হয়। বিদ্যুতের প্রবাহ বন্ধ থাকলে হাত পাখা দিয়ে বাতাস করতে হয়। সারাদিনই প্রায় এই গরুটির যত্ন করতে হয়। এক ‘রাজা বাবু’র আত্তিযত্ন করতে করতে খামারে বাকি ৭টি গরুর যত্ন নেয়ার ফুরসতই পাওয়া যায় না। বাড়ি থেকেই যেনো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন ‘রাজা বাবু’কে সেই ব্যবস্থা করতে সরকারী সহায়তাও প্রার্থনা করেছেন তিনি।

খামারীর সদ্য এসএসসি পাশ করা মেয়ে ইতি আক্তার বলেন, ২০১৭ সালে সাভার শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র থেকে গবাদি-পশু, হাস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক ৩-মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করার পর তিনিই এখন খামারের গরুর সার্বিক দেখাশোনা করেন। ইতি আরও জানান, “গরুটি দেখতেও রাজার মতো, খায়ও রাজার মতো। তাই গরুটির নাম রেখেছি ‘রাজা বাবু’। প্রতিদিন প্রায় ২ হাজার টাকার খাবার খায়।” 

টাঙ্গাইল জেলার এক ক্ষুদ্র খামারী ইমরান খান ফেসবুক গ্রুপে এই গরুর খবর জানতে পেরে গরুটি দেখতে এসে জানান, “এত বড় গরু তিনি কখনও দেখিনি।” তিনি নিজে গরুর খামার আরো বড় করতে উদ্বুদ্ধ হয়েছেন। তার সাথে আরো ৫ জন এসছেন এই গরুটি দেখার জন্য। 

ফেসবুক এ গরুর হাট (এফবিডট/গরুর হাট) এর এডমিন আমিনুল ইসলাম বলেন, তিনি গত কোরবানীর ঈদেও আগেও এই গরুটি দেখতে এসছিলেন। তিনি তার ফেসবুক গ্রুপে এবং ইউটিউবে ওই গরুর ছবি ও ভিডিও ফুটেজ আপলোড করেছিলেন। তা দেখে অনেক ক্রেতাই এসেছিলেন। এবারও তিনি গরুটির ছবি এবং ভিডিও ফুটেজ তার গ্রুপে আপলোড করবেন যাতে ওই খামারী নিজ বাড়ি থেকেই গরুটি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন। 

সাটুরিয়া থানার ওসি মোঃ আমিনুর রহমান রাজাবাবুকে বিশাল উল্লেখ করে বলেন’ “শত্রুতা করে কেও এর ক্ষতি করতে পারে। কিম্বা চুরিও হয়ে যেতে পারে। সে কারনে আমরা রাজাবাবুর প্রতি নজর রাখছি। বিশেষ করে রাতে টহল পার্টিকে সতর্ক রাখা হয়েছে।”

উল্লেখ্য, এর ২ বছর আগের কোরবানি ঈদে তিনি ৩৪ মণ ওজনের ‘লক্ষী সোনা’ নামের এক গরু রাজধানীর গুলশানে ১৪ লাখ টাকায় বিক্রি করেন।


   

About

Popular Links

x