ভিয়েতনামের হো চি মিন শহরের একটি গ্রামের ৯২ বছরের বৃদ্ধ নুয়েন ভ্যান চিয়েন। জীবনের ৮০ বছর কাটিয়ে দিয়েছেন চুল না কেটে। শুধু তাই নয়, ১২ বছর বয়সের পর থেকে তিনি কোনও দিন চুল আঁচড়াননি এমনকি, পরিষ্কারও করেননি। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক অভিনব ঘটনা।
প্রায় ১৭ ফুট লম্বা চুল প্রসঙ্গে রয়টার্সকে গর্বিত চিয়েন জানান, চুল কেটে ফেললে তার মৃত্যু হবে এমন আশঙ্কা থেকেই তিনি কখনও চুল কাটেননি। প্রচণ্ড নিয়তিতে বিশ্বাসী চিয়েনের মতে, জন্মের সময় একজন মানুষ যেমন থাকে, সেভাবেই জীবনযাপন করা উচিত।
স্কুলে পড়ার সময় চুল কাটতেন জানিয়ে তিনি বলেন, “তৃতীয় শ্রেণির পর, যখন পড়াশোনা ছেড়ে দেই, তখন থেকেই চুল ধোয়া, কাটা ও না আঁচড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “আমার ঘন, কালো চুলের কথা এখনও মনে পড়ে, কিন্তু যখন আমি দৈবশক্তির ডাক পাই তখন এ সিদ্ধান্ত নেই।”
প্রসঙ্গত, চিয়েন দুয়া নামে একটি অপ্রচলিত একটি ধর্মে বিশ্বাস করেন। এটি নারিকেল ধর্ম হিসেবেও পরিচিত। তবে ভিয়েতনামে এ ধর্মটি নিষিদ্ধ।