Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতি, ৮০ বছর ধরে সংসার করছেন যারা!

সাত বছরের দীর্ঘ প্রণয়ের পর  ১৯৪১ সালে পরিণয়ে রূপ পায় তাদের সম্পর্ক

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১২:৫৫ পিএম

৭৯ বছর ধরে একসঙ্গে সংসার করে বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতি হিসেবে গিনেজ বুকে নাম লিখিয়েছেন ইকুয়েডরের ১১০ বছর বয়সী নাগরিক জুলিও সিজার মোরা ও তার ১০৫ বছর বয়সী স্ত্রী ওয়াড্রামিনা ম্যাক্লোভিয়া। ১৯৪১ সালে ভালোবেসে বিয়ে করেন এ দম্পতি। 

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৪১ সালের ৭ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন মোরা ও ম্যাক্লোভিয়া। তবে এরআগে কিন্তু তারা বন্ধু ছিল। বোনের বিয়েতে ভগ্নীপতির কাজিনের সঙ্গে বন্ধুত্বের সাত বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। যদিও সেসময় দুই পরিবার থেকে তাদের এ সম্পর্ককে মেনে নেওয়া হয়নি।

বর্তমানে ৫ ছেলে-মেয়ে ও ১১ নাতি-নাতনি ও তাদেরও ছেলে-মেয়ে মিলে বিশাল এক সংসার এ দম্পতির।

দম্পতির এক মেয়ে অরা সিসিলিয়া জানান, তাদের মা-বাবা এখনও  একসঙ্গে সিনেমা দেখেন, থিয়েটারে যান, বাগান করেন, এমনকি প্রাত:রাশ কিংবা রাতের খাবারের সময়েও পরিবারের সঙ্গে সময় দিতে পছন্দ করেন।

গিনেজ বুকের এক বিবৃতিতে ওই দম্পতি জানান, সকল সদস্যদের প্রতি ভালবাসা, পারস্পরিক সম্মান, সততা ও শিক্ষাই পারে একটি পরিবারের সঠিক মূল্যবোধ ধরে রাখতে।

About

Popular Links