যত ভালো ব্র্যান্ডের প্রোডাক্টই ব্যবহার করুন না কেন, সবগুলোরই কার্যকর থাকার একটা নির্দিষ্ট সময় আছে। তারপরে সেই প্রোডাক্ট ব্যবহার করলে স্কিন ইনফেকশনের আশঙ্কাও থেকে যায়। যদি এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়ে থাকে তবে কী করবেন? এত দামি জিনিস ফেলে দেওয়ার কথা ভাবলেও গায়ে লাগে!
তবে একেবারে ফেলে না দিয়ে অন্য কাজেও ব্যবহার করতে পারেন এসব প্রোডাক্ট! জেনে নিন তা কীভাবে সম্ভব।
মাসকারা
মাসকারা সাধারণত তিন থেকে ছ’মাসে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। তবে স্পুলি ব্রাশ তো রয়েছে! অবাধ্য ভুরুকে বাগ মানাতে ব্যবহার করতে পারেন স্পুলি ব্রাশ। যদি কখনও একটা-দু’টো পাকা চুল উঁকি মারে মাথায় মাসকারা দিয়ে সেগুলোরও বন্দোবস্ত করা যায়।
আইশ্যাডো
আইশ্যাডো যদি মেয়াদোত্তীর্ণ হয়ে যায় ক্লিয়ার নেইল পলিশের সঙ্গে মিশিয়ে নিন। আপনার কাস্টমাইজড নেইলপেন্ট তৈরি!
ফেস অয়েল
ফেস-অয়েল যদি মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তার সঙ্গে সামান্য চিনি মিশিয়ে বডি-স্ক্রাব বানিয়ে নিতে পারেন। তবে সদ্য এক্সপায়ার হওয়া ফেস-অয়েলই ব্যবহার করবেন।
পারফিউম
পারফিউমেরও যদি সদ্য মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে, তাহলে রুম ফ্রেশনার বা বাথরুমে এয়ার ডিওডোরাইজার হিসেবে কাজে লাগাতে পারেন।
বিবিধ
গৃহস্থালির নানাবিধ কাজেও লাগাতে পারেন মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া বিউটি ও মেক-আপ সামগ্রী।
১. টোনার দিয়ে যেমন আয়না বা মোবাইলের কাচ পরিষ্কার করতে পারেন।
২. লিপ বাম কাজে লাগাতে পারেন জুতো চকচকে রাখতে!
৩. মেয়াদোত্তীর্ণ লিপস্টিক দিয়ে বানিয়েও নিতে পারেন লিপ বাম! প্রথমে লিপস্টিক গরম করতে হবে যাতে জীবাণু মরে যায়। এরপর পেট্রোলিয়াম জেলির সঙ্গে মিশিয়ে নিলেই ব্যস্ লিপ বাম তৈরি!
তবে সবশেষে যেটা বলার, খুব বেশিদিনের মেয়াদোত্তীর্ণ জিনিস কোনভাবেই ব্যবহার করবেন না। কিচ্ছু করার নেই, ওগুলোর মায়া ত্যাগ করতেই হবে!