Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

ননস্টিক বাসন-কোসনের যত্ন!

গ্যাস থেকে নামিয়ে সঙ্গেসঙ্গেই গরম ননস্টিকের বাসন সাবান পানির মধ্যে ফেলবেন না, কোটিংয়ে চিড় ধরে যাবে

আপডেট : ০১ মার্চ ২০২১, ০৭:১১ পিএম

ননস্টিক বাসনে রান্না করার বেশ কিছু সুবিধা আছে। এতে ভাজা-ভুজির ক্ষেত্রে তেল অনেকটাই কম লাগে অথচ স্বাদের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করতে হয় না। তাছাড়া ননস্টিক বাসনে রান্না করার সময় তাপ সবদিকে সমানভাবে ছড়িয়ে যায়, ফলে রান্না তাড়াতাড়ি হয় এবং গ্যাসও কম লাগে। তবে এই ধরনের বাসন ব্যবহার করার জন্য কিছু নিয়ম-কানুন মেনে চলা দরকার। এতে বাসন অনেকদিন ভাল থাকবে।

যা করবেন, করবেন না

১. গ্যাস থেকে নামিয়ে সঙ্গেসঙ্গেই গরম ননস্টিকের বাসন সাবান পানির মধ্যে ফেলবেন না। কোটিংয়ে চিড় ধরে যাবে। 

২. ননস্টিকের বাসন ঠাণ্ডা হলে পরিষ্কার করুন। কোটিংয়ে চিড় ধরে গেলে রান্নার সময় সমানভাবে হিট ডিস্ট্রিবিউশন সম্ভব নয়।  

৩. খসখসে, স্টিল বা মেটালের তৈরি প্রডাক্ট দিয়ে ননস্টিকের বাসন পরিষ্কার করবেন না। পরিষ্কার করার জন্য প্লাস্টিকের জালি বা নরম স্পঞ্জ ব্যবহার করুন।

৪. ননস্টিক কুকওয়্যার পরিষ্কার করার আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। জমে থাকা খাবারের কণা নরম হয়ে এলে ঈষদুষ্ণ পানি, মাইল্ড সোপ, নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। এতে ননস্টিকের বাসন ধোয়ার পর অতিরিক্ত তেলাভাব থাকবে না।

৫. বাজার চলতি ডিসওয়াশার ডিটারজেন্ট গুলো ননস্টিক বাসন পরিষ্কার করার পক্ষে উপযুক্ত নয়। ননস্টিকের কোটিং সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। 

৬. মাইল্ড সোপ বা লিকুইড সোপ ব্যবহার করুন। হাতে পরিষ্কার করুন। ননস্টিকের বাসন পুরো শুকিয়ে গেলে তখন শুকনো কাপড় দিয়ে মুছে তুলে রাখুন।

৭. মাছ, ডিম ভাজার সময় বা প্যানকেক তৈরির সময় কাঠের, প্লাস্টিকের বা সিলিকনের তৈরি হাতা বা চামচ ব্যবহার করুন। স্টিলের খুন্তি, কাঁটাচামচ দিয়ে খাবার নাড়াচাড়া করলে, উলটোলে স্ক্র্যাচ পড়বে।

৮. ননস্টিক প্যানে পিৎজা তৈরি করলে ননস্টিকের প্যান সামান্য হেলিয়ে কাঠের বোর্ডে পিৎজা রাখুন। তারপর কেটে সার্ভ করুন।

৯. কম আঁচে বা মাঝারি আঁচে ননস্টিকের বাসনে রান্না করুন। বেশি আঁচে রান্না করলে ননস্টিকের কোটিং, স্মুদ ফিনিশ নষ্ট হয়ে যায়। সবথেকে ভাল হয় কুকিং হিট নিয়ে যে ইনস্ট্রাকশন লেখা থাকে,তা মেনে চলুন।

১০. রান্না করে ননস্টিকের বাসনে দীর্ঘক্ষণ ফেলে রাখবেন না।

১১. ননস্টিক ওয়্যারে খুব বেশি টক খাবার রান্না করবেন না। এতে নন স্টিকের কোটিং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।  

১৩. প্রথমবার ননস্টিক প্যান ব্যবহার করার আগে ঈষদুষ্ণ পানিতে, লিকুইড সোপ মিশিয়ে ননস্টিক বাসন ধুয়ে ফেলুন। তারপর নরম সুতির কাপড় দিয়ে শুকনো করে মুছে ফেলুন। 

১৪. ননস্টিক প্যানে খাবার বা তেল না দিয়ে শুধু বাসন আঁচে বসিয়ে রাখবেন না। 

১৫. বেশ কয়েকবার ব্যবহার করার পর নন স্টিকের বাসনে সাদা দাগ দেখা দিলে প্যানে অর্ধেক পানি দিন। তারমধ্যে  ভিনিগার মেশান। ৫-১০ মিনিট একদম কম আঁচে রাখুন। তারপর কাঠের হাতা দিয়ে নাড়তে থাকুন। নামিয়ে ঠাণ্ডা করে মাইল্ড সোপ দিয়ে ধুয়ে ফেলুন। শুকনো করে মুছে ফেলুন।

   

About

Popular Links

x