করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কবি শঙ্খ ঘোষ। বুধবার (১৪ এপ্রিল) তার করোনাভাইরাস শনাক্ত হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি কলকাতায় তার নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন কবি। যদিও আপাতত আর জ্বর নেই তার। চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি।
১৯৩২ সালের জন্ম নেন বাংলাদেশের চাঁদপুরে। 'আদিম লতাগুল্মময়', 'নিহিত পাতাল ছায়া', মুর্খ বড় সামাজিক নয়', 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' ইত্যাদি তার উল্লেখযোগ্য কবিতার বই।