Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

চুরির পর টিকা ফেরত দিলো 'মানবিক চোর'

গত বুধবার রাতে চুরি হয়ে যাওয়া বাক্সটি একদিন পর ফেরত দিয়েছে এক চোর, সাথে রেখে গেছে হাতে লেখা ছোট্ট একটি চিঠি

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০৪:০৮ পিএম

এক "মানবিক চোরের" চুরির সাক্ষী হয়ে থাকল ভারত। ভারতের হরিয়ানা রাজ্যে করোনাভাইরাস ভ্যাকসিনের বাক্স চুরি করে নিয়ে যায় এক চোর। পরে একটি চিঠিসহ অক্ষত অবস্থায় সে ফেরত দিয়ে যায় টিকার বাক্সটি।

পুলিশ ও প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার (২১ এপ্রিল) রাতে চুরি হয়ে যাওয়া বাক্সটি একদিন পর ফেরত দিয়েছে চোরটি। সেই সাথে রেখে গেছে হাতে লেখা ছোট্ট একটি চিঠি। যাতে হিন্দিতে লেখা রয়েছে, ‘‘না বুঝে টিকা চুরি করার জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী। আমি জানতাম না এর মধ্যে করোনাভাইরাসের টিকা আছে।’’

জানা যায়, হরিয়ানার জিন্দের হাসপাতাল থেকে করোনাভাইরাস ভ্যাকসিনের ১ হাজার ৭১০ টি  ডোজসহ বাক্সটি বুধবার রাতে উধাও হয়ে যায়। বাক্সে কোভিশিল্ডের ১ হাজার ২৭০ ডোজ আর কোভ্যাক্সিনের ৪৪০ ডোজ টিকা ছিল।

এর একদিন পর শুক্রবার হাসপাতাল চত্বরের সামনে একটি চায়ের দোকানে পড়ে থাকতে দেখা যায় সেই বাক্সটি। এদিকে টিকা চোরের এমন আত্ম-উপলব্ধি ও মানবিকতার কথা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে অনেকেই সেই চোরের প্রশংসাও করেছেন।

   

About

Popular Links

x